Weather: হাওয়া বদলাচ্ছে, নভেম্বরের ৮দিন পেরনোর পরই এল সুখবর

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 08, 2024 | 11:39 AM

Weather: শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার ও আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২২.২ ডিগ্রি সেলসিয়াস ও ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।

Weather: হাওয়া বদলাচ্ছে, নভেম্বরের ৮দিন পেরনোর পরই এল সুখবর
আবহাওয়ার আপডেট
Image Credit source: Photo Credit: Sudipta Das/NurPhoto via Getty Images

Follow Us

কলকাতা: বছরে মেরেকেটে দুটো মাস শীত। তাই এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। বিশেষ কলকাতা তথা দক্ষিণবঙ্গ, যেখানে অধিকাংশ সময়ই গরম থাকে, সেখানে শীতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে মানুষ। নভেম্বরের শুরুতেও যেভাবে রাস্তায় বেরলে ঘাম দিচ্ছে, তাতে একটু হলেও দুঃশ্চিন্তার ছাপ পড়েছে। অবশেষে হাওয়া বদলের খবর আসছে।

নভেম্বর মাসের ৮ দিন কেটে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, নভেম্বরের মাঝামাঝি মিলতে পারে ঠাণ্ডার আমেজ। বাংলার মানুষকে সেই আশ্বাস দিচ্ছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। শীত আসবে। হিসেব বলছে, হাতে গোনা কয়েকদিন বাদেই আসছে শীত।

এত দেরী হল কেন? আবহাওয়াবিদরা বলছেন, আপাতত ঠাণ্ডার পথে জলীয় বাষ্পই কাঁটা। তাই তাপমাত্রা এখনও নামছে না। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি উপরে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার ও আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২২.২ ডিগ্রি সেলসিয়াস ও ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।

মধ্য নভেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামার আশা রয়েছে। উত্তরের হাওয়া জোরাল হলে কমবে আর্দ্রতার অস্বস্তিও। তখনই জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা। সুতরাং লেপ-কম্বল বের করার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।

Next Article
Abhishek Banerjee: শতাধিক পুরসভার মাথা বদলে দিতে পারেন অভিষেক, কী হবে কলকাতায়?
Firhad Hakim: ‘আমার স্ত্রী, তিন কন্যা, নাতনি আছে…’, বিতর্কের মাঝে সাফাই ফিরহাদের