Weather Update: শনি-রবিবারেই বদলে যাবে হাওয়া, দাপট চলছে উত্তর-পশ্চিমের

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 15, 2024 | 8:51 AM

Weather Update: হালকা ঠাণ্ডা লাগলেও এবার সোয়েটার-চাদর নামিয়ে ফেলতে হবে, তেমনটাই জানান দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট। জানা যাচ্ছে, এবার ধীরে ধীরে নামবে পারদ। উত্তরের হাওয়া বইতে শুরু করেছে।

Weather Update: শনি-রবিবারেই বদলে যাবে হাওয়া, দাপট চলছে উত্তর-পশ্চিমের
আবহাওয়ার আপডেট
Image Credit source: Photo Credit: Sudipta Das/NurPhoto via Getty Images

Follow Us

কলকাতা: অবশেষে শীতের আমেজ। তাপমাত্রা নামছে ক্রমশ। অবশেষে কি এল শীত? পরপর নিম্নচাপ আর বৃষ্টির জন্য আটকে ছিল শীত। নভেম্বরের শুরুতেও রীতিমতো ঘাম দিয়েছে। অবশেষে বদলাতে শুরু করেছে আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। উত্তর-পশ্চিম হাওয়ার দাপটের ফলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এদিন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

হালকা ঠাণ্ডা লাগলেও এবার সোয়েটার-চাদর নামিয়ে ফেলতে হবে, তেমনটাই জানান দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট। জানা যাচ্ছে, এবার ধীরে ধীরে নামবে পারদ। উত্তরের হাওয়া বইতে শুরু করেছে। আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা চলে যাবে স্বাভাবিকের নীচে। সপ্তাহান্তে অর্থাৎ শনি-রবিবারেই আবহাওয়া বদলে যাবে অনেকটাই।

সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা চোখে পড়ছে দক্ষিণবঙ্গ। ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা। দিনভর পরিস্কার থাকবে আকাশ।

রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঝাড়গ্রাম, শ্রীনিকেতন, পানাগড়ে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Next Article