কলকাতা: শুক্রবার সকাল থেকেই রোদের মুখ দেখেনি শহরবাসী। আজও দিনভর বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, তবে আজই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সারাদিনই হবে বৃষ্টি। ফলে শহরের রাস্তায় জল জমা সম্ভাবনা থাকছে। তৈরি হতে পারে যানজট। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ফলে বাড়বে তাপমাত্রা, কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উল্টো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। উত্তরের জেলাগুলিতে কমবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ শক্তি হারিয়ে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে আপাতত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্ত। পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত তৈরি আছে শিয়ার জোন। এটি মহারাষ্ট্র থেকে ছত্তিসগড় হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়বে। সোমবারের মধ্যে একধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।