Attack on Sishir Adhikari Convoy: শিশির অধিকারীর কনভয়ে ‘হামলা’র মামলায় যুক্ত হলেন সাংসদ

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Sep 08, 2023 | 1:16 PM

Khejuri: খেজুরি পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী খুকুমনি বেরা মামলা করেন কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য ছিল, শিশির অধিকারী ভোট দিতে এসেছিলেন। সেই সময় থমথমে পরিবেশ তৈরি করা হয়।

Attack on Sishir Adhikari Convoy: শিশির অধিকারীর কনভয়ে হামলার মামলায় যুক্ত হলেন সাংসদ
শিশির অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: খেজুরির বোর্ড গঠনে ঝামেলার ঘটনার মামলায় যুক্ত হলেন সাংসদ শিশির অধিকারী। তাঁর গাড়ি ভাঙচুর, হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলা করেন বিজেপি প্রার্থী খুকুমণি বেরা। এবার সেই মামলায় যুক্ত হলেন শিশির অধিকারী। তাঁর বক্তব্য, তাঁর গাড়ি ঘিরে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, সাংসদের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও তারা কোনও পদক্ষেপ করেনি। এই মামলায় সময় চেয়েছে রাজ্য। শুক্রবার দুপুর ২টোয় মামলার শুনানি হবে।

সম্প্রতি খেজুরির তেঁতুলতলায় কাঁথির সাংসদ শিশির অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সাংসদের গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। তাতে বর্ষীয়ান এই সাংসদের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। শিশির অধিকারীর বক্তব্য ছিল, রাস্তায় তাঁর উপর আক্রমণ করা হয়েছে। পাথর ছোড়া হয়। মাথা ফেটে যেতে পারত তার। প্রভূত ক্ষতি হতে পারত বলেও জানান শিশির। লোকসভার অধ্যক্ষকে বিষয়টি জানাবেন বলেছিলেন কাঁথির সাংসদ।

খেজুরি পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী খুকুমনি বেরা মামলা করেন কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য ছিল, শিশির অধিকারী ভোট দিতে এসেছিলেন। সেই সময় থমথমে পরিবেশ তৈরি করা হয়। ভোট বন্ধ হয়ে যায়। এরপরই তেঁতুলতলায় সাংসদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। খুকুমণি বেরার দাবি ছিল, শিশিরবাবুর কনভয়ের মধ্যেই একটি গাড়িতে ছিলেন তিনি। এরপরই আদালতে মামলা দায়ের করেন।

গত বুধবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়েরের আবেদন জানান। আদালত তাতে সম্মতিও দেয়। এদিন সেই মামলায় শিশির অধিকারী যুক্ত হলেন।

Next Article