Partha-Arpita: ‘পার্থদার সঙ্গেই থেকে যেতেন ম্যাডাম…’, অর্পিতার গাড়ির চালক মুখ খুলতেই উঠে এল আরও ব্যক্তিগত তথ্য

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 30, 2022 | 2:02 PM

Partha Chatterjee: প্রণব জানান, পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যে ডায়মন্ড সিটি সাউথের আবাসনে যেতেন। পার্থ চট্টোপাধ্যায় যখন অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বেরোতেন, তখন আর কাউকে সঙ্গে নেওয়া হত না বলেই দাবি তাঁর।

Follow Us

কলকাতা: ‘ম্যাডাম’-এর গ্রেফতারের পর এবার মুখ খুললেন তাঁর ব্যক্তিগত গাড়ির চালক। যে ফ্ল্যাট থেকে চাবি নিয়ে নিয়মিত ‘ম্যাডাম’ অর্পিতা মুখোপাধ্যায়কে ‘অফিসে’ নিয়ে যেতেন তিনি, শুক্রবার রাতে সেই ফ্ল্যাট থেকেই প্রায় ২১ কোটি টাকা উদ্ধার হতে দেখেন আনন্দনগর ঠাকুরপুকুরের বাসিন্দা প্রণব ভট্টাচার্য। সে ঘোর এখনও যেন তাঁর কাটছে না। ইতিমধ্যেই ইডির আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলেছেন। প্রণব জানান, যতটা জানেন, জবাবও দিয়েছেন। কিন্তু সেদিন রাতের পর থেকে দফায় দফায় টেলিভিশনের পর্দায় বিপুল টাকা উদ্ধারের ছবি দেখে প্রণব বলছেন, “এই ২০ কোটি শুনে তো আমার গা হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে। এ আমি কোথায় পড়ে আছি, ভেবেই চলেছি।”

প্রণব জানান, পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যে ডায়মন্ড সিটি সাউথের আবাসনে যেতেন। পার্থ চট্টোপাধ্যায় যখন অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বেরোতেন, তখন আর কাউকে সঙ্গে নেওয়া হত না বলেই দাবি তাঁর। গত জানুয়ারি থেকে অর্পিতার গাড়ি চালান প্রণব। প্রণবের কথায়, “আমাকে মূলত ম্যাডামের অফিসে যাতায়াতের জন্য নেওয়া হয়েছিল। ওনার কয়েকটা দোকান আছে, সেখানেই যেতেন আমার গাড়িতে। আমি প্রথম প্রথম ওখানে কাজে ঢোকার পর অনেকগুলো গাড়ি দেখি। গত তিন মাস ধরে বড় গাড়িগুলো আর নেই ওখানে। শুধু হন্ডা সিটিটা আছে। ওটাই আমি চালাতাম।”

প্রণব জানালেন, অর্পিতাকে নিয়ে কসবায় যেতেন, সেখানেই ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিস। সঙ্গে নেল আর্ট পার্লারেও তাঁর গাড়িতেই যেতেন অর্পিতা। প্রণব বলেন, “মাঝেমধ্যে ওনাকে পার্থদার বাড়িতে ছেড়ে, গাড়ি নিয়ে ডায়মন্ড সিটিতে এসে রেখে আমি ফিরে যেতাম। আমাকে কোনওদিন ওখানে দাঁড় করিয়ে রাখেননি। উনি পার্থদার বাড়িতেই থেকে যেতেন।” প্রণব জানান, অর্পিতা যখনই তাঁর গাড়িতে উঠেছেন, সঙ্গে কোনও বড় ব্যাগ বা লাগেজ নজরে আসেনি। শুধু ভ্যানিটি ব্যাগ থাকত ‘ম্যাডাম’-এর সঙ্গে। একইসঙ্গে জানান, ওই আবাসনের যে ফ্ল্যাটে তিনি চাবি নিতে যেতেন, সে ফ্ল্যাটে কুকুরগুলি থাকত।

কলকাতা: ‘ম্যাডাম’-এর গ্রেফতারের পর এবার মুখ খুললেন তাঁর ব্যক্তিগত গাড়ির চালক। যে ফ্ল্যাট থেকে চাবি নিয়ে নিয়মিত ‘ম্যাডাম’ অর্পিতা মুখোপাধ্যায়কে ‘অফিসে’ নিয়ে যেতেন তিনি, শুক্রবার রাতে সেই ফ্ল্যাট থেকেই প্রায় ২১ কোটি টাকা উদ্ধার হতে দেখেন আনন্দনগর ঠাকুরপুকুরের বাসিন্দা প্রণব ভট্টাচার্য। সে ঘোর এখনও যেন তাঁর কাটছে না। ইতিমধ্যেই ইডির আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলেছেন। প্রণব জানান, যতটা জানেন, জবাবও দিয়েছেন। কিন্তু সেদিন রাতের পর থেকে দফায় দফায় টেলিভিশনের পর্দায় বিপুল টাকা উদ্ধারের ছবি দেখে প্রণব বলছেন, “এই ২০ কোটি শুনে তো আমার গা হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে। এ আমি কোথায় পড়ে আছি, ভেবেই চলেছি।”

প্রণব জানান, পার্থ চট্টোপাধ্যায় মাঝেমধ্যে ডায়মন্ড সিটি সাউথের আবাসনে যেতেন। পার্থ চট্টোপাধ্যায় যখন অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বেরোতেন, তখন আর কাউকে সঙ্গে নেওয়া হত না বলেই দাবি তাঁর। গত জানুয়ারি থেকে অর্পিতার গাড়ি চালান প্রণব। প্রণবের কথায়, “আমাকে মূলত ম্যাডামের অফিসে যাতায়াতের জন্য নেওয়া হয়েছিল। ওনার কয়েকটা দোকান আছে, সেখানেই যেতেন আমার গাড়িতে। আমি প্রথম প্রথম ওখানে কাজে ঢোকার পর অনেকগুলো গাড়ি দেখি। গত তিন মাস ধরে বড় গাড়িগুলো আর নেই ওখানে। শুধু হন্ডা সিটিটা আছে। ওটাই আমি চালাতাম।”

প্রণব জানালেন, অর্পিতাকে নিয়ে কসবায় যেতেন, সেখানেই ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিস। সঙ্গে নেল আর্ট পার্লারেও তাঁর গাড়িতেই যেতেন অর্পিতা। প্রণব বলেন, “মাঝেমধ্যে ওনাকে পার্থদার বাড়িতে ছেড়ে, গাড়ি নিয়ে ডায়মন্ড সিটিতে এসে রেখে আমি ফিরে যেতাম। আমাকে কোনওদিন ওখানে দাঁড় করিয়ে রাখেননি। উনি পার্থদার বাড়িতেই থেকে যেতেন।” প্রণব জানান, অর্পিতা যখনই তাঁর গাড়িতে উঠেছেন, সঙ্গে কোনও বড় ব্যাগ বা লাগেজ নজরে আসেনি। শুধু ভ্যানিটি ব্যাগ থাকত ‘ম্যাডাম’-এর সঙ্গে। একইসঙ্গে জানান, ওই আবাসনের যে ফ্ল্যাটে তিনি চাবি নিতে যেতেন, সে ফ্ল্যাটে কুকুরগুলি থাকত।

Next Article