West Bengal Assembly: তৃণমূলের প্রভাবশালী নেতার রাশিয়ান বান্ধবী! বিধানসভায় বিঁধল বিজেপি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 01, 2023 | 3:40 PM

West Bengal Assembly: গত কয়েকদিন ধরেই এই 'রাশিয়ান বান্ধবী' ইস্যুতে চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। যদিও স্পষ্ট করে কারও নাম এখনও পর্যন্ত কেউই উল্লেখ করেননি।

West Bengal Assembly: তৃণমূলের প্রভাবশালী নেতার রাশিয়ান বান্ধবী! বিধানসভায় বিঁধল বিজেপি
প্রভাবশালী নেতার রাশিয়ান বান্ধবী?
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: বিধানসভার অন্দরে অধিবেশন চলাকালীন তুমুল বিতর্ক। এক প্রভাবশালী তৃণমূল নেতার রাশিয়ান বান্ধবীর প্রসঙ্গ তুললেন বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। বিজেপি নেতার দাবি, ১০০ কোটি টাকা আছে ওই রাশিয়ান বান্ধবীর কাছে। মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ নিয়ে আলোচনা চলছিল। সেই সময়ে বিজেপির তরফে বক্তব্য রাখার সময়ে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায় দাবি করেন, এ রাজ্যের শাসক দলের এক প্রভাবশালী নেতার রাশিয়ান বান্ধবীর কথা শোনা যাচ্ছে। ওই বান্ধবীর কাছে ১০০ কোটি টাকা রয়েছে বলেও শোনা যাচ্ছে বলে দাবি বিজেপি বিধায়কের। যদিও কোন নেতার দিকে তিনি ইঙ্গিত করছেন, সেই বিষয়টি খোলসা করেননি বিজেপি বিধায়ক।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এই ‘রাশিয়ান বান্ধবী’ ইস্যুতে চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। যদিও স্পষ্ট করে কারও নাম এখনও পর্যন্ত কেউই উল্লেখ করেননি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও গতকাল এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল। আজ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। নওশাদেরও বক্তব্য, বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে দুর্নীতি যে এ রাজ্যে ভুরি ভুরি হয়েছে, সে বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছিলেন নওশাদ। তবে বিজেপির তরফে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইস্য়ু করতে শুরু করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরে বিঁধতে শুরু করেছে পদ্ম শিবির। আর এবার বিধানসভার কার্যপ্রণালীতেও সেই রাশিয়ান বান্ধবীর তত্ত্ব নথিভুক্ত করে ফেলল বিজেপি। বিজেপি বিধায়কের দাবি, এ রাজ্যের এক প্রভাবশালী নেতার বান্ধবী রাশিয়াতে রয়েছেন এবং তাঁর কাছে ১০০ কোটি টাকা রয়েছে।

উল্লেখ্য, রাজ্যে একাধিক ক্ষেত্রে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে ইতিপূর্বেই সুর চড়িয়েছে বিজেপি। নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে কয়লা পাচার মামলা, গরু পাচার মামলা… একের পর এক ইস্য়ুতে শাসক শিবিরকে বিঁধেছে তৃণমূল। আর এবার বিধানসভার অন্দরেও প্রভাবশালী নেতার রাশিয়ান বান্ধবীর কাছে ১০০ কোটি টাকা রয়েছে বলে সুর চড়াল বিজেপি।

 

Next Article