‘হ্যান্ড ব্যাগে’ থরে থরে সাজানো টাকা! যুবকের আয়ের উৎস জিজ্ঞাসা করতেই চোখ কপালে পুলিশ কর্তাদের

Apr 21, 2021 | 8:43 AM

ভোট আবহেই (West Bengal Assembly Election 2021) চৌরঙ্গি (Chowringhee) বিধানসভা এলাকা থেকে নথি বিহীন টাকা উদ্ধার।

হ্যান্ড ব্যাগে থরে থরে সাজানো টাকা! যুবকের আয়ের উৎস জিজ্ঞাসা করতেই চোখ কপালে পুলিশ কর্তাদের
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ভোট আবহেই (West Bengal Assembly Election 2021) চৌরঙ্গি (Chowringhee) বিধানসভা এলাকা থেকে নথি বিহীন টাকা উদ্ধার। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠছে একাধিক প্রশ্ন।

মঙ্গলবার রাতে মুচিপাড়া থানার পুলিশ চৌরঙ্গি এলাকায় নাকা চেকিং করছিল। সে সময় একাধিক জনের ব্যাগ তল্লাশি করা হয়। এক যুবকের গতিবিধি সন্দেহজনক লাগে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি থাকায় তাঁর সঙ্গে থাকা ব্যাগ দেখতে চায় পুলিশ।

ব্যাগ থেকে তদন্তকারীরা ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করেন। তবে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এসেছে, আয়ের উৎস কী, সে ব্যাপারে কোনও উত্তরই দিতে পারেননি বুবাই চক্রবর্তী নামে ওই যুবক।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ভোটে সন্ত্রাস তৈরি করতেই এই টাকা ব্যবহার করা হচ্ছিল। যুবক টাকা পৌঁছে দেওয়ার মাধ্যম কেবল। মাথা অন্য! সেই মাথা খুঁজতেই এখন মরিয়া তদন্তকারীরা। এই বিপুল পরিমাণ টাকা যুবককে কে দিয়েছিলেন, কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা সবই জানতে চাইছেন তদন্তকারীরা। যুবককে জেরা চলছে।

আরও পড়ুন: লোকসভা নির্বাচনের স্মৃতি উসকাচ্ছে জগদ্দল-কাঁচরাপাড়া-টিটাগড়! ভোটের ঠিক আগেই বলি ১, বেপরোয়া বোমাবাজি

উল্লেখ্য, কিছুদিন আগেই দমদম বিমানবন্দর থেকে মধ্যমগ্রামগামী এক গাড়িকে আটকায় পুলিশ। সেটিও প্রথম দফা নির্বাচনের ঠিক আগেই। গাড়ি চালকের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। সেই টাকারও উৎস সম্পর্কে কিছু বলতে পারেননি গাড়িচালক। এছাড়াও ভোটের আগে নাকা তল্লাশিতে বর্ধমান-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আয়ের উৎসবিহীন টাকা উদ্ধারের খবর মিলছে।

Next Article