মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে পার্কস্ট্রিট অবরুদ্ধ করল বিজেপি

সৈকত দাস |

Mar 29, 2021 | 7:52 PM

মল্লিকবাজার যাওয়ার পথে বালিগঞ্জের বিজেপি প্রার্থী (BJP Candidate) লোকনাথ চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীদের ওপর হামলার অভিযোগে পার্কস্ট্রিট অবরুদ্ধ করলেন কর্মী ও সমর্থকরা।

মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে পার্কস্ট্রিট অবরুদ্ধ করল বিজেপি
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: মল্লিকবাজার যাওয়ার পথে বালিগঞ্জের বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীদের ওপর হামলার অভিযোগে পার্কস্ট্রিট অবরুদ্ধ করলেন কর্মী ও সমর্থকরা। যানজটে কার্যত স্তব্ধ পার্কস্ট্রিট এলাকা।

জানা গিয়েছে, এদিন দুপুরে ১টা নাগাদ পুজো দিয়ে অনুগামীদের নিয়ে মল্লিকবাজার থেকে বেরচ্ছিলেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। অভিযোগ, তখন আচমকাই ৫০-৬০ জনের একটি দল বিনা প্ররোচনায় তাদের ওপর হামলা করে। এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করা হয় বলেও বিজেপির অভিযোগ। যার প্রেক্ষিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। এবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করল গেরুয়া শিবির। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করে বিজেপি। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে পার্কস্ট্রিট চত্বর।

আরো পড়ুন: প্রয়োজনে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী, অনুমতি কমিশনের

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) বালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়কে। তাঁর বিপক্ষে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় ৷ অন্যদিকে, সিপিএম প্রার্থী হয়েছেন ফুয়াদ হালিম ৷ যদিও, তাতে আমল দিতে চান না বালিগঞ্জের বিজেপি প্রার্থী। তবে এদিন তাঁর উপর হামলা এবং মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগে প্রবল বিক্ষোভ শুরু করল বিজেপি।

Next Article