কলকাতা: গোড়ালিতে চোট, পায়ে প্লাস্টার, হুইলচেয়ারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে একুশের নির্বাচনের (West Bengal Assembly Election 2021) এপিসেন্টার নন্দীগ্রামের সবচেয়ে উল্লেখ্যযোগ্য দিন অর্থাৎ ‘নন্দীগ্রাম দিবসে’র (Nandigram Dibas) স্মৃতি উস্কে টুইট করলেন তিনি। নন্দীগ্রামের আবেগকেই প্রচারে তুলে ধরতে চাইছে তৃণমূল।
On this day, in 2007, innocent villagers were killed in firing at #Nandigram. Many bodies could not be found. It was a dark chapter in the history of the State. Heartfelt tribute to all those who lost their lives 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2021
উল্লেখ্য, এদিন হুইলচেয়ারেও রাজপথের মিছিলে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে মমতা নিজের স্ট্রিট ফাইটার ইমেজটাকেই তুলে ধরতে চাইছেন। সূত্রের খবর, মিছিল শেষে হাজরায় বক্তৃতায়ও দিতে পারেন তিনি। বিকেলে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন নেত্রী।
১৪ মার্চ নন্দীগ্রাম দিবসকেই প্রচারের হাতিয়ার করতে চাইছে তৃণমূল। কলকাতায়র রাজপথে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করবে তৃণমূল। বিকেলে মেয়ো রোড থেকে হাজরা মোড় পর্যন্তে হবে মিছিল। নন্দীগ্রামের মানুষের আবেগকে স্পর্শ করতে প্রচারে গিয়েও জমি আন্দোলনের কথা তুলে ধরেছিলেন।
চেনা নন্দীগ্রামে এবার মর্যাদার লড়াইয়ে মুখ্যমন্ত্রী। প্রতিদ্বন্দ্বি শুভেন্দু অধিকারী, যিনি আপাতত চ্যালেঞ্জ করেছেন হাফ লাখেরও বেশি ভোটে মমতাকে হারাবেন। শুভেন্দু নন্দীগ্রামেরই ভূমিপুত্র। এলাকা চেনেন হাতের তালুর মতো, দাবি করেছেন নিজমুখেই। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধেছেন তাঁর প্রাক্তন সহকর্মীকে।
আরও পড়ুন: নিছক দুঘর্টনা, কোনও হামলা হয়নি মুখ্যমন্ত্রীর উপর, রিপোর্ট বিশেষ পর্যবেক্ষকদের
এ বিষয়ে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিন্দুত্বকে হাতিয়ার করেই লড়াই জমে উঠেছে নন্দীগ্রামে। পরিসংখ্যান বলছে, পূর্ব মেদিনীপুরে মুসলিম জনসংখ্যা ১৪.৫৯%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা ৩৪%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা ১২.১%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম শহরে মুসলিম জনসংখ্যা ৪০.৩%। ২০১৬-র বিধানসভায় নন্দীগ্রামের তৃণমূলের শুভেন্দু অধিকারী পেয়েছিলেন পান ১ লক্ষ ৩৪ হাজার ৬২৩ ভোট। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লাখ ভোটে হারাবার চ্যালেঞ্জ দিয়েছেন। প্রশ্ন থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই কি যথেষ্ট নাকি শুভেন্দু-ক্যারিশ্মা— কোনটা কাজ করে, তার উত্তর মিলবে ২ মে।
এক নজরে নন্দীগ্রামের ভোট চিত্র
নন্দীগ্রাম বিধানসভা (২০১৯ লোকসভা নিরিখে) (Lok Sabha Elections 2019: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | দিব্যেন্দু অধিকারী (DIBYENDU ADHIKARI) | ১৩০৬৫৯ | ৬৩.১ |
বিজেপি (BJP) | সিদ্ধার্থ শঙ্কর রায় (SIDHARTHASHANKAR NASKAR) | ৬২২৬৮ | ৩০.১ |
সিপিএম (CPIM) | সেক ইব্রাহিম আলি (SK IBRAHIM ALI) | ৯৩৫৯ | ৪.৫ |
কেউ না (NOTA) | – | – | – |
নন্দীগ্রাম বিধানসভা ২০১৬ (West Bengal assembly elections, 2016: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI ) | ১৩৪৬২৩ | ৬৬.৮ |
সিপিআই (CPI) | আবদুল কবির সেখ (ABDUL KABIR SEKH) | ৫৩৩৯৩ | ২৬.৫ |
বিজেপি (BJP) | বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) | ১০৭১৩ | ৫.৩২ |
কেউ না (NOTA) | – | ||
– | – | – | – |
নন্দীগ্রাম বিধানসভা ২০১১ (West Bengal assembly elections, 2011: Nandigram constituency)
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল (TMC) | ফিরোজা বিবি (PHIROJA BIBI) | ১০৪৭৫৩ | ৬০.১৮ |
সিপিআই (CPI) | পরমানন্দ ভারতী (PARAMANANDA BHARATI) | ৫৯৬৬০ | ৩৪.৭৬ |
বিজেপি (BJP) | বিজন কুমার দাস (BIJAN KUMAR DAS) | ৫৮১৩ | ৩.৩৯ |
পিডিসিআই (PDCI) | মেহদি মাসুদ শেখ (MEHDI MASUD SHEKH) | ২৮৯৮ | ১.৬৯ |
কেউ না (NOTA) | – | – | – |