কলকাতা: তিনি কোনওভাবেই বিজেপিতে (Bengal BJP) যোগদান করছেন না। বিজেপির প্রার্থী পদ প্রত্যাখ্যান করেছেন খোদ সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র (Shikha Mitra)। এবার ধন্যবাদ জানাতে তাঁকে ফোন করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) এই কথোপকথন যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, ফোনে সোনিয়া গান্ধী শিখা মিত্রকে জানিয়েছেন, তালিকায় নাম ঘোষণা হয়ে যাওয়া সত্ত্বেও যেভাবে বিজেপির প্রার্থী পদ প্রত্যাখ্যান করেছেন সোমেন-জায়া, তাতে তিনি সত্যিই আপ্লুত। পাশাপাশি আরও জানা যাচ্ছে, সোনিয়া গান্ধী শিখা মিত্রকে জানিয়েছেন, “আপনার কাছে এমনটাই প্রত্যাশা ছিল।” দল তাঁর এই অবদান স্মরণে রাখবে বলেও সোনিয়া জানিয়েছেন বলে দাবি শিখার।
বৃহস্পতিবার সোমেন জায়াকে ফোন করেন সোনিয়া গান্ধী। কথা হয় মিনিট দশেক। সম্প্রতি বিজেপির প্রার্থী তালিকায় প্রকাশিত হওয়ার পর দেখা যায়, চৌরঙ্গী বিধানসভায় প্রার্থী হিসাবে নাম রয়েছে শিখা মিত্রের। যদিও সোমেন-জায়ার দাবি, তাঁকে একপ্রকার না জানিয়েই প্রার্থী করা হয়েছে। তাঁর জন্য তিনি অসন্তুষ্ট। তিনি কোনওভাবেই বিজেপিতে যোগদান করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। তাতেই সন্তুষ্ট হন সোনিয়া গান্ধী।
সম্প্রতি মিত্র পরিবারের তরফে সোনিয়া গান্ধীর কাছে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠির বিষয়ে কথা বলার ফাঁকেই এই প্রসঙ্গ উঠে আসে। শিখা মিত্রের দাবি, তখনই সোনিয়া গান্ধী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। শিখা গান্ধী পরিবার তথা কংগ্রেসের সম্মান রেখেছেন বলেও সোনিয়া গান্ধী তাঁকে জানিয়েছেন।
আরও পড়ুন: যাঁদের জেতার সম্ভাবনা বেশি তাঁদেরকেই দল প্রার্থী করেছে’
উল্লেখ্য, কিছুদিন আগেই শিখা মিত্রের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সে সময় তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। TV9 বাংলাকে শিখা মিত্র ও ছেলে রোহন জানিয়েছিলেন, এখনও বিজেপিতে যোগদানের ব্যাপারে মনস্থির করতে পারেননি তাঁরা। যদিও রাজনৈতিক মহলে জল্পনা ছিলই। প্রার্থী তালিকায় শিখা মিত্রের নাম থাকার পর তা আরও তুঙ্গে ওঠে। যদিও জল্পনায় জল ঢালেন সোমেন-জায়া।