কলকাতা: পতাকা লাগানোকে (West Bengal Assembly Election 2021) কেন্দ্র করে উত্তেজনা সিঁথি (Sithi) থানা এলাকার ফুল বাগানে। তৃণমূল (TMC) এবং বিজেপি (Bengal BJP) দুই দলের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন সিঁথি থানায়।
বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁদের কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন তখন তৃণমূল নেতা খোকন শীলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান তৃণমূল সমর্থকরা। এই ঘটনায় তিন জন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলে দাবি। আরও অভিযোগ, বিজেপি সমর্থকরা সিঁথি থানায় এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করতে এলে থানার বাইরে রাখা তাঁদেরই কর্মীর বাইকে ভাঙচুর করে তৃণমূল।
আরও পড়ুন: ‘আধাসেনা নিয়ে দেশবিরোধী মন্তব্য করেছেন মমতা, এটা মাওবাদীরাই পারে’ কমিশনে বিজেপি
অন্যদিকে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁদের কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। ওই এলাকাতেই পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরাও। অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁদের কর্মীদের পতাকা লাগাতে বাধা দেয়। পরে তৃণমূলের দুই নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি খোকন শীল র বাড়ির হামলা চালায় বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা। দু’পক্ষই সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছেন সিঁথি থানার পুলিশ।