Tollyganj Assembly Election Result 2021 Live Update in Bengali: টলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

সৈকত দাস | Edited By: সুমন মহাপাত্র

May 02, 2021 | 11:53 AM

Tollyganj Assembly Election Result 2021 Live Update in Bengali: টলিগঞ্জের এবার কার? ঘাসফুল নাকি পদ্মের?

Tollyganj Assembly Election Result 2021 Live Update in Bengali: টলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা

Follow Us

২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র (Tollyganj Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এই আসন থেকে তৃণমূল (TMC) আবারও প্রার্থী করেছে অরূপ বিশ্বাস (Arup Biswas) কে। বিজেপি (BJP) টিকিট দিয়েছে বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) -কে। আর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী এখানে দেবদূত ঘোষ (Debdut Ghosh)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৬ সালের নির্বাচনে কেন ছিল এই কেন্দ্রের ফল?

২০১৬ সালের বিধানসভা ভোটের ফল:

দক্ষিণ ২৪ পরগনা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত জেলা। জেলার সদর আলিপুরে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস জয়ী হয়েছিলেন। পেয়েছিলেন ৯০ হাজার ৬০৩। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী মধুজা সেন রায়। তিনি পান ৮০ হাজার ৭০৭ ভোট। অর্থাৎ, নিকটতম প্রার্থী থেকে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস ৯ হাজার ৮৯৬ ভোটে এগিয়ে ছিলেন।

মোট ভোটার সংখ্যা:

২০১৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২,৫৭৭০৪ জন। এর মধ্যে ভোট দেন ১,৯৪,১৬৫জন। বিধানসভা কেন্দ্রে পোলিং বুথের সংখ্যা ছিল ৩০৮টি।

১৯৫২ সালে টালিগঞ্জ কেন্দ্রে প্রথম ভোট হয়। সেবার নির্বাচনে জয়ী হন কংগ্রেস প্রার্থী। পরবর্তীতে সিপিএমের দীর্ঘ সময় আধিপত্য জারি ছিল এই কেন্দ্রে। তবে ২০০১ সাল থেকে নিয়মিত ভাবে এই আসনে জয় পেয়েছে তৃণমূল।

২০১৬ সালের ভোটে পরিসংখ্যান:

বর্তমান বিধায়ক: অরূপ বিশ্বাস
মোট ভোট: ৯০,৬০৩
মোট ভোটার সংখ্যা: ২,৫৭৭০৪
মোট প্রার্থী: ৮

Next Article