রাজীব ঘনিষ্ঠকে টিকিট, হেস্টিংসে বিজেপি দফতরে বিক্ষোভ, গেট ভেঙে ভিতরে ঢুকলেন কর্মীরা

Mar 15, 2021 | 5:00 PM

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) অস্বস্তিতে বিজেপি (Bengal BJP)। 

রাজীব ঘনিষ্ঠকে টিকিট, হেস্টিংসে বিজেপি দফতরে বিক্ষোভ, গেট ভেঙে ভিতরে ঢুকলেন কর্মীরা
বিজেপি দফতরে বিক্ষোভ

Follow Us

কলকাতা: প্রার্থী নিয়ে ক্ষোভ।  দেহ ব্যবসা চালানোর দায়ে দুষ্ট রাজীব ঘনিষ্ঠকে প্রার্থী করার অভিযোগ! হেস্টিংসে বিজেপি দফতরের সামনে বিক্ষোভ বিজেপির কয়েকশো দলীয় কর্মী সমর্থকদের। ব্যারিকেড ভেঙে চলে বিক্ষোভ। ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গেও। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) অস্বস্তিতে বিজেপি (Bengal BJP)।

রবিবারই তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে পাঁচলায় টিকিট পেয়েছেন মোহিত ঘাঁটি। প্রার্থী তালিকা প্রকাশের ক্ষোভ জমতে থাকে পাঁচলার একাংশ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। মোহিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিজেপির পুরনো কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, একমাত্র রাজীব ঘনিষ্ঠ হওয়াতেই মোহিত টিকিট পেয়েছেন। মাত্র দিন পনেরো আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মোহিত। তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। এমনকি দেহ ব্যবসা চালানোরও অভিযোগ রয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের একাংশের। প্রার্থী বদলের দাবি নিয়ে হেস্টিংসে বিজেপির দফতরের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেন তাঁরা।

আরও পড়ুন: ‘ভগবান জানেন দিদির পায়ে কীভাবে চোট লাগল’, রানিবাঁধে শাহের কটাক্ষ

সোমবার সকালে হেস্টিংসে বিজেপি দফতরের সামনে পাঁচলার কয়েকশো দলীয় কর্মী সমর্থক জমায়েত করেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার। দফতরের সামনেই বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মুকুল রায় যখন দফতরে ঢুকতে যান, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে ঘিরেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগানও। দফতরের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা।

এরইমধ্যে আবার উদয়নারায়ণপুর থেকেও কয়েকশো কর্মী সমর্থক হেস্টিংসে পৌঁছে যান। উদয়নারায়ণপুরের প্রার্থী সুমিতরঞ্জন কাঁড়ার বিরুদ্ধেও অভিযোগ তোলেন পুরনো বিজেপি কর্মীরা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। পরে বিক্ষুব্ধদের চার প্রতিনিধিকে আলোচনার জন্য দফতরে ঢুকতে দেওয়া হয়।

এ প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, “পুরনো কর্মীদের মনে নানা প্রশ্ন থাকতেই পারে। তাঁরা দীর্ঘদিন দলটাকে করছে। তাঁদের বক্তব্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।”

 

Next Article