West Bengal Assembly: ‘ইন্দিরা গান্ধীর পথেই হাঁটুন মোদী’, কোন ইস্যুতে বিধানসভার বাইরে এমন কথা বললেন বিজেপি বিধায়ক হীরণ?

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 21, 2025 | 10:26 PM

West Bengal Assembly: গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর প্রথমবার তাঁর মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা।

West Bengal Assembly: ইন্দিরা গান্ধীর পথেই হাঁটুন মোদী, কোন ইস্যুতে বিধানসভার বাইরে এমন কথা বললেন বিজেপি বিধায়ক হীরণ?
'মোদীর ইন্দিরা গান্ধীকে অনুসরণ করা উচিত'
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ইন্দিরা গান্ধীর পথেই হাঁটুন মোদী… ২১ ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবসে বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হীরণ চট্টোপাধ্যায়।

তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে মুক্ত করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রীও বাংলাদেশকে মুক্ত করুন। নরেন্দ্র মোদীর এগিয়ে আসা উচিত। বাংলাদেশকে বাঁচিয়ে তোলা উচিত।” তাঁর বক্তব্য, “প্রতিবেশী দেশ হিসেবে এটা আমাদের কর্তব্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এমনটাই চান।”

প্রসঙ্গত, গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর প্রথমবার তাঁর মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দুই রাষ্ট্রনেতা। তখনই মোদীর পাশে দাঁড়িয়েই ট্রাম্প বলেছিলেন, ‘মোদী বুঝে নেবেন।’ আর । নরেন্দ্র মোদী আমেরিকা সফর শেষ করে ভারতে ফিরতেই প্রত্যপর্ণের বার্তা দেন শেখ হাসিনা। তিনি বার্তা দিয়েছিলেন, “বাংলাদেশ ফিরব, খুনিদের বিচার করব”।

এই পরিস্থিতিতে এবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই ইস্যুতেই কথা বললেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, “বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বহু মানুষ বিপদের মধ্যে আছে। প্রধানমন্ত্রী এগিয়ে এসে তাঁদের উদ্ধার করুন। আর দেরি করলে বিপদ আরও বাড়বে। ইন্দিরা গান্ধী বাংলাদেশকে মুক্ত করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রীও এগিয়ে আসুন। না হলে অনেক দেরি হয়ে যাবে।”

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সেদেশের হিন্দুদের রক্ষার্থে কেন্দ্রের আরও কড়া পদক্ষেপ করা উচিত বলে দাবি করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এ বিষয়ে কেন্দ্রকে চিঠিও করেছিলেন। আর বাংলাদেশের হিন্দুদের কথা উল্লেখ করেই ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন বিজেপি বিধায়ক। এর আগে সংসদেই মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে মন্তব্য করেছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

Next Article