প্রদীপ্তকান্তি ঘোষ: সাদা পাঞ্জাবি, কপালে গেরুয়া তিলক, সঙ্গে বাধ্যতামূলক গেরুয়া উত্তরীয়। বিজেপি বিধায়কদের জন্য আগেই ড্রেস কোড (Dress Code) নির্ধারিত করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, মঙ্গলবার বিধানসভায় সেই ‘ড্রেস কোড’ মেনেই ঢুকেছিলেন প্রত্যেক বিজেপি বিধায়ক। এবার থেকে এই পোশাকে বিজেপি বিধায়করা বিধানসভায় আসবেন বলে নির্ধারিত হয়েছে।
সোমবার বিধানসভায় আসেননি শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়করাও নিজেদের পছন্দের পোশাকেই এসেছিলেন। কিন্তু আজ, বিধায়সভায় আসেন শুভেন্দু। প্রত্যেক বিজেপি বিধায়ককে দেখা যায় নির্ধারিত পোশাক বিধি মেনেই বিধানসভায় ঢুকতে। ড্রেস কোডের পাশাপাশি থাকছে অনেক নিয়ম। বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে, অকারণে অধিবেশনে অনুপস্থিত হওয়া যাবে না। নিয়মিত বিধানসভার লাইব্রেরিতে যেতে হবে। পরিষদীয় রাজনীতির পাঠ নেওয়া ও পড়াশোনা করা বাধ্যতামূলক।
আরও পড়ুন: মুলতুবি প্রস্তাব ঘিরে বিজেপি বিধায়কদের তুমুল হট্টগোল বিধানসভায়
প্রসঙ্গত বিধানসভায় সপ্তদশ বাজেটের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এদিনের শুরুতেই মুলতুবি প্রস্তাবকে কেন্দ্র করে বিধানসভাতে তুমুল হট্টগোল করেন বিজেপি বিধায়করা। মঙ্গলবার বাজেট অধিবেশনের শুরুতেই ভোট পরবর্তী হিংসা নিয়ে মুলতুবি প্রস্তাব আনে বিরোধীরা। অধ্যক্ষ সে প্রস্তাব খারিজ করে দিতেই শোরগোল শুরু হয় অধিবেশন কক্ষে। দাঁড়িয়ে রীতিমতো স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু অধিকারীরা। অনান্য বিধায়করাও স্লোগান দেন। পরে অধ্যক্ষের আবেদনেই পরিস্থিতি শান্ত হয়। বিজেপির বিধায়করা নিজেদের মতো করে বক্তব্য শুরু করেন।