কলকাতা: বিধানসভায় অধিবেশন চলছে। কিন্তু তারই মধ্যে বারবার বেজে উঠছে মোবাইল। বিরক্ত হয়ে পড়েন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিয়ে কঠোর স্পিকার। প্রয়োজনে অধিবেশন কক্ষের বাইরে রেখে আসতে হবে মোবাইল ফোন। স্পষ্ট বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রায়শই অধিবেশন চলাকালীন মোবাইল বেজে ওঠে বিধায়কদের। শুক্রবার একাধিক বিধায়কের মোবাইল বেজে ওঠে। বারবার বলেও পরিস্থিতির বদল হয়নি। যা পরিতাপের বিষয় বলে উল্লেখ করলেন স্পিকার। তিনি বলেন, “এরপর থেকে অধিবেশনে এভাবে মোবাইলে কথা বলা হলে, অধিবেশন কক্ষে তার ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হবে।”
স্পিকার আরও বলেন, “আমাকে কোনও কঠোর পদক্ষেপ করতে হবে। এরপরে এমন হবে যে আপনারা আপনাদের পরিষদীয় দলের অন্দরে ফোন রেখে আসতে হবে। এমন সিদ্ধান্ত আমায় নিতে হতে পারে।” স্পিকার আরও বলেন, “এই ঘটনা বাঞ্ছনীয় নয়। এমন হতে পারে, আপনারা অধিবেশন কক্ষের বাইরে ফোন রেখে আসবেন। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আবার নিয়ে নেবেন।” বিরক্ত হয়ে স্পিকার বলেন, “আপনারা ফোন সাইলেন্ট তো করতে পারেন! সেটাও হয় না। বারবার বেজে ওঠে।”
প্রসঙ্গত, শুক্রবার বিধানসভা অধিবেশন চলাচালীন বারবার ফোন বেজে উঠছিল। অন্ততপক্ষে পাঁচ জনের ফোন পর পর বেজে ওঠে। অনেক বিধায়ক আবার আলোচনার মাঝেই ফোন করে কথা বলতে শুরু করেন। তাতে কোনও একটি বিষয় নিয়ে আলোচনার হচ্ছিল। সেই আলোচনা বারবার ব্যাহত হচ্ছিল। তাতেই বিরক্ত হয়ে পড়েন স্পিকার।