June Maliah: রূপান্তরকামীদের কথা তুলে ধরেছেন বিধানসভায়, জুনের জন্মদিনে ধন্যবাদ জানালেন স্পিকার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 24, 2022 | 7:57 PM

West Bengal Assembly: বিধানসভায় আজ যখন নওশাদ সিদ্দিকীকে (Nawsad Siddiqui) বলতে দেওয়া হয়, তখন তিনি নিজের বক্তব্যই শুরু করেন জুন মালিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিধানসভার অধিবেশন কক্ষে জুনের পাশেই বসেছিলেন অদিতি মুন্সি। তিনিও শুভেচ্ছা জানান।

June Maliah: রূপান্তরকামীদের কথা তুলে ধরেছেন বিধানসভায়, জুনের জন্মদিনে ধন্যবাদ জানালেন স্পিকার
জুনকে ধন্যবাদ স্পিকারের

Follow Us

কলকাতা : শুক্রবার ছিল রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বিশেষ অধিবেশনের শেষ দিন। শেষ দিনের দ্বিতীয় ভাগে ছিল ধন্যবাদ জ্ঞাপন পর্ব। আজকের দিনটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বিধায়ক জুন মালিয়ার (TMC MLA June Maliah) জন্মদিন। বিধানসভায় আজ যখন নওশাদ সিদ্দিকীকে (Nawsad Siddiqui) বলতে দেওয়া হয়, তখন তিনি নিজের বক্তব্যই শুরু করেন জুন মালিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিধানসভার অধিবেশন কক্ষে জুনের পাশেই বসেছিলেন অদিতি মুন্সি। তিনিও শুভেচ্ছা জানান। শুধু নওশাদ বা অদিতি মুন্সিই নন, অধিবেশন কক্ষে অন্যান্য বিধায়করাও জন্মদিনের শুভেচ্ছা জানান জুনকে। করতালিও দেন। সবুজ সালোয়ার পরা জুন মালিয়াও উঠে দাড়িয়ে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানান।

এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন, তখন তিনিও জুন মালিয়াকে জন্মদিনের শুভেচ্ছা। জুনও পাল্টা উঠে দাঁড়িয়ে প্রণাম জানান বিমান বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, বিধানসভার অধিবেশন পর্ব চলাকালীন জুনের একটি কাজের কথাও বিশেষ ভাবে উল্লেখ করেন স্পিকার। পরশু (বুধবার) জুন মালিয়া রূপান্তরকামীদের প্রসঙ্গ তুলেছিলেন বিধানসভায়। রূপান্তরকামীদের জন্য কী ভাবনা চিন্তা রয়েছে, সেই প্রসঙ্গ তুলে ধরেছিলেন জুন। এই ধরনের বিষয় এর আগে বিধানসভায় কোনও বিধায়ক উত্থাপন করেননি বলেই মত বিমান বন্দ্যোপাধ্যায়ের। রূপান্তরকামীদের বিষয় বিধানসভায় তুলে ধরার জন্য জুন মালিয়াকে ধন্যবাদ জানান বিধানসভার অধ্যক্ষ।

উল্লেখ্য, বিধানসভায় অভিনেতা-অভিনেত্রী বা অন্য জগৎ থেকে যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে অন্যতম জুন মালিয়া। অভিনয় জগতের পাশাপাশি বিধানসভাতেও ভীষণভাবে সক্রিয় জুন মালিয়া। প্রতিদিন নিয়মিতভাবে বিধানসভার অধিবেশনে আসেন। অধিবেশনে প্রতিদিন সময় মতো এসে যোগ দেন বিধানসভার কার্যপ্রণালিতে। এক বছরের মধ্যে দুই-তিন বার বক্তৃতাও রেখেছেন বিধানসভায়। যাঁরা তারকা বিধায়ক বা যাঁরা রাজনীতির দুনিয়ার বাইরের মানুষ, তাঁদের মধ্যেও যাঁরা নিয়মিতভাবে অধিবেশনে যোগ দিয়েছেন, শুক্রবার তাঁদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

 

Next Article