বিধানসভায় পদপ্রাপ্তি মদনের, আট কমিটিকে তৃণমূলের আট মুখ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 17, 2021 | 10:57 AM

West Bengal Assembly: কোনও কমিটির চেয়ারম্যানের আসন তো খালি রাখা যায় না। শুক্রবার তৃণমূল বিধায়কদের দিয়েই সেই কুর্সি ভরাট করলেন বিধানসভার অধ্যক্ষ

বিধানসভায় পদপ্রাপ্তি মদনের, আট কমিটিকে তৃণমূলের আট মুখ
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করায় ‘গোঁসা’ হয়েছে বিজেপি। যে কারণে বিধানসভার ৪১ টি কমিটির মধ্যে কোনও কমিটিতেই কোনও বিজেপি বিধায়ক চেয়াম্যান থাকবেন না বলে আগেই জানিয়েছিলেন। এরপর ৮ কমিটির ৮ বিধায়ক চেয়ারম্যান পদ থেকে ইস্তফাও দেন। কিন্তু কোনও কমিটির চেয়ারম্যানের আসন তো খালি রাখা যায় না। শুক্রবার তৃণমূল বিধায়কদের দিয়েই সেই কুর্সি ভরাট করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বিমান বন্দ্যোপাধ্যায়। একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে মদন মিত্রকে।

স্ট্যান্ডিং কমিটির এই রদবদলের জেরে বিধানসভার নানা বিষয়ক ৪১ টি কমিটির মধ্যে ৪০ টি কমিটির চেয়ারম্যানই হলেন তৃণমূলের বিধায়কেরা। অবশিষ্ট মাত্র একটি কমিটি, অর্থাৎ বিধায়ক উন্নয়ন তহবিল কমিটির চেয়ারম্যান পদপ্রাপ্তি হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রাজ্য বিধানসভায় ইতিপূর্বে কবে কার্যত সব কমিটির চেয়ারম্যানই একটি দল থেকে হয়েছেন তা মনে করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রে খবর, আগামী ২৬ জুলাই থেকে বিধানসভার ৪১ টি কমিটির বৈঠক শুরু হবে।

অলংকরণ-অভীক দেবনাথ

অন্যদিকে, যে ৮ কমিটি থেকে বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, লেবার কমিটিতে মনোজ টিগ্গার জায়গায় এসেছেন মদন। মিহির গোস্বামীর জায়গা পেয়েছেন সুদীপ্ত রায়। আনন্দময় বমর্ণের জায়গায় এসেছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। অশোক কীর্তনিয়ার পরিবর্তে পান্নালাল হালদার। কৃষ্ণ কল্যাণীর জায়গায় আব্দুল খালেক মোল্লা। নিখিল রঞ্জন দে-র জায়গায় রুকবানুর রহমান। বিষ্ণু শর্মার জায়গায় তপন দাশগুপ্ত। দীপক বর্মন জায়গায় এসেছেন অশোক চট্টোপাধ্যায়। আরও পড়ুন: স্পেশাল অডিটের নির্দেশে স্থগিতাদেশ আদালতের, কাঁথি সমবায় ব্যাঙ্ক মামলায় স্বস্তি শুভেন্দুর

Next Article