BJP Meeting: সবাইকে নিয়ে চলতে হবে, পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু-সুকান্তদের জনসংযোগ বাড়ানোর বার্তা নাড্ডার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 20, 2022 | 4:42 PM

Birbhum News: সোমবারের বৈঠকে ১ ঘণ্টার কিছু বেশি সময় ছিলেন জেপি নাড্ডা।

BJP Meeting: সবাইকে নিয়ে চলতে হবে, পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু-সুকান্তদের জনসংযোগ বাড়ানোর বার্তা  নাড্ডার
জেপি নাড্ডাকে অভ্যর্থনা সুকান্ত-শুভেন্দুর।

Follow Us

কলকাতা: ২০২৪কে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ুন, দিল্লিতে বঙ্গ বিজেপির (BJP) বৈঠকে সুকান্ত-শুভেন্দুদের নির্দেশ জেপি নাড্ডার (JP Nadda)। একইসঙ্গে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে শান দেওয়ার বার্তাও দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, সংগঠনকে মজবুত করার পাশাপাশি দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করারও বার্তা দেন তিনি। অন্যদিকে চলতি সপ্তাহ থেকেই বাংলাজুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। ভোটমুখী বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। সংসদে অধিবেশন চলছে। সাংসদরা দিল্লিতেই। শুভেন্দু অধিকারীও সোমবারই দিল্লি পৌঁছন। এদিন সাংসদ সুভাষ সরকারের বাড়িতে বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি শিবির। ছিলেন জেপি নাড্ডা, বিএল সন্তোষও। সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সূত্রের খবর, শুভেন্দু, সুকান্ত, লকেটদের জেপি নাড্ডা সোমবারের বৈঠক থেকে নির্দেশ দেন, বুথে যান, লোক বাড়ান। বিজেপির পুরনো নেতা, কর্মীরা বসে গিয়েছে বলে বহুদিন ধরেই দলের অন্দরে শোনা যাচ্ছিল। এদিন নাড্ডার কাছেও নেই নালিশ পৌঁছয় বলে সূত্রের দাবি। সূত্রের খবর, এরপরই সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দেন জেপি নাড্ডা।

কী কী বার্তা নাড্ডা-সন্তোষদের (সূত্রের দাবি)

১. বুথে বুথে লোক বাড়াতে হবে। জনসংযোগ আরও সুদৃঢ় করতে হবে

২. বিভিন্ন এলাকার রাজনৈতিক, ভৌগলিক মানচিত্র বুঝে প্রচারের দাওয়াই

৩. যে পুরনো কর্মীরা বসে গিয়েছেন, তাঁদের ফেরানোর উদ্যোগ

৪. নিচুতলার কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের নির্দেশ

৫. জেলা সংগঠনের সঙ্গে সাংসদ-বিধায়কদের মনোমালিন্য নিয়ে সতর্কবার্তা

৬. কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরায় জোর

এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, “এখানে সকলকে নিয়ে বৈঠক করেছেন। পঞ্চায়েত ভোটে দলগতভাবে আমাদের কীভাবে এগোনো উচিৎ, কীভাবে চলা উচিৎ তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। জনসংযোগে জোর দিতে হবে। নিজের নিজের এলাকা, মানে আমরা যেসব লোকসভা বা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি, সেগুলোতে আরও বেশি করে জোর দেব, সেই চিন্তাভাবনা রয়েছে।”

ভোটের দিন ঘোষণা এখনও বাকি। কিন্তু গেরুয়া শিবিরের কাছে লোকসভা ভোট ফাইনাল হলে, পঞ্চায়েত ভোট সেমিফাইনাল। বিভিন্ন দুর্নীতির অভিযোগে যখন বিদ্ধ শাসকদল, তারা চেষ্টা করছে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে। তারই মধ্য়ে কোন স্ট্র্যাটেজিতে তৃণমূলকে টক্কর দেবে বিজেপি, তা নিয়ে একপ্রস্থ বৈঠক হয়ে গেল সোমবার। সূত্রের খবর, কোন কোন ইস্যুতে তৃণমূলকে কোণঠাসা করতে হবে তা নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হয়। এদিনের বৈঠকে ১ ঘণ্টা ৫ মিনিট ছিলেন জেপি নাড্ডা। এই সময়ের মধ্যেই যা বার্তা দেওয়ার, দলীয় সাংসদদের তা দিয়ে দেন তিনি।

Next Article