Hookah Bars in Bidhannagar: হুকা বার বন্ধ হোক বিধাননগরেও, পুলিশ কমিশনারকে চিঠি সব্যসাচী দত্তর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 06, 2022 | 6:24 AM

Bidhannagar: হুকা, গড়গড়ার ব্যবহার আজকের নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে তামাকের ব্যবহারে শরীরের ক্ষতি বা হুকায় নেশাজাত দ্রব্য ব্যবহারের মতো মারাত্মক অভিযোগও উঠতে শুরু করেছে।

Hookah Bars in Bidhannagar: হুকা বার বন্ধ হোক বিধাননগরেও, পুলিশ কমিশনারকে চিঠি সব্যসাচী দত্তর
হুকাবার বন্ধের আর্জি এবার বিধাননগরে। প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: কলকাতার মেয়র ইতিমধ্যেই শহরের হুকা বারগুলি (Hookah Bar) নিয়ে সরব হয়েছেন। হুকায় ব্যবহৃত কেমিক্যালের ক্ষতিকারক দিক তুলে ধরে মেয়র ফিরহাদ হাকিম হুকাবারগুলির লাইসেন্স বাতিল করার পরিকল্পনার কথা জানান। আর নতুন লাইসেন্স দেওয়া হবে না বলেও জানান তিনি। এবার বিধাননগর পুরনিগম এলাকাতেও যাতে হুকা বার বন্ধ করা হয়, তা নিয়ে চিঠি লিখলেন পুরনিগমের চেয়ারম্যান তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সোমবার বিধাননগর কমিশনারেটের কমিশনারকে চিঠি লেখেন বিধাননগরের প্রাক্তন মেয়র। সেখানে লেখেন, সাধারণ মানুষের শরীর স্বাস্থ্যের কথা ভেবে কলকাতা পুরনিগম হুকাবার গুলি নিষিদ্ধ করার পথে। শুধু যাঁরা হুকা খাচ্ছেন শুধু তাঁদের স্বাস্থ্যই নয়, এই হুকার জন্য ক্ষতিগ্রস্ত হন বহু ‘প্যাসিভ স্মোকার’ও। বিধাননগরে যেসমস্ত হুকা পার্লার রয়েছে পুলিশ সেগুলির দিকে নজর দিন। বিধাননগর পুরনিগমও আর এর ট্রেড লাইসেন্স দেবে না বলে চিঠিতে লেখেন সব্যসাচী।

তবে সূত্রের খবর, পুরনিগমের তরফে এখনও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। আগামী মাসে বোর্ড মিটিংয়ের সম্ভাবনা। সেখানে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে। হুকা, গড়গড়ার ব্যবহার আজকের নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে তামাকের ব্যবহারে শরীরের ক্ষতি বা হুকায় নেশাজাত দ্রব্য ব্যবহারের মতো মারাত্মক অভিযোগও উঠতে শুরু করেছে। ইদানিং হুকাবারগুলি একরকমের কেমিক্যাল ব্যবহারের অভিযোগ ওঠে, যা শরীরের জন্য মারাত্মক।

এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “হুক্কাবারগুলিতে ব্যবহার হওয়া হুকা প্রথমে বলা হয়েছিল কেমিক্যালের মতো। ইলেকট্রিক সিগারেটের মতো। কিন্তু পরে দেখা গেল, প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। যাঁরা নিয়মিত এই ধোঁয়া নিচ্ছেন, তাদের ফুসফুসের সমস্যা হচ্ছে। সমাজের পক্ষে এটি খারাপ হচ্ছে। পুলিশকে অনুরোধ করব কড়া হওয়ার জন্য। কয়েক জায়গা থেকে খবর এসেছে এটার মধ্যে দিয়ে মাদক ব্যবহার হচ্ছে।” এবার ফিরহাদের পথে গিয়ে পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন বিধাননগরের চেয়ারম্যান।

Next Article