Bomb From Local Train: চলন্ত ট্রেন থেকে বোমা ছোড়ার অভিযোগ, বিকট শব্দে আতঙ্কে বস্তিবাসীরা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 06, 2022 | 6:12 AM

Bombs: স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সময়ই নাকি চলন্ত ট্রেন থেকে তিনটি বোমা ছোড়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Bomb From Local Train: চলন্ত ট্রেন থেকে বোমা ছোড়ার অভিযোগ, বিকট শব্দে আতঙ্কে বস্তিবাসীরা
রেল লাইনের ধারে পড়ে আধপোড়া সুতলি

Follow Us

কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় বোমা উদ্ধার হচ্ছে। আর এরই মধ্যে ফের বোমাবাজির অভিযোগ। এবার চলন্ত ট্রেন (Local Train) থেকে বোমাবাজির অভিযোগ উঠল খাস কলকাতায়। সোমবার রাতে যোধপুর পার্কের গোবিন্দপুর ৫২ নম্বর বস্তির ধারে দুই নম্বর রেলগেটের কাছে বোমা ফাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় দশটা। বজবজ থেকে শিয়ালদহগামী (Budge Budge – Sealdah Local) একটি লোকাল ট্রেন সেই সময় রেলগেট পার করছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সময়ই নাকি চলন্ত ট্রেন থেকে তিনটি বোমা ছোড়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে।

ওই ঘটনার পর রেল লাইনের ধারে সুতলির পোড়া অংশও বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা গিয়েছে। যদিও সেই সুতলিগুলি কোনও বোমার নাকি শব্দবাজির, সেই বিষয়টি স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, লেক থানার পুলিশকর্মীরা নাকি ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের চিহ্ন সংগ্রহ করে নিয়ে গিয়েছে। তবে লেক থানার সঙ্গে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে, তারা এই নিয়ে কিছু বলতে চাননি। ওই বস্তি এলাকার এক মহিলা জানাচ্ছেন, সেখানে বাড়ি সংলগ্নই তাঁর একটি দোকানঘর রয়েছে। রেললাইনের ধারে তখন অনেক লোকই ছিল। ওই মহিলা সেই সময় আলু ভাজার জন্য আলু কাটছিলেন। তখনই একটি বিকট শব্দ শুনতে পান তিনি।

মহিলা জানান, প্রথমে তিনি ভেবেছিলেন, চকোলেট বোমা জাতীয় কিছু ফেটেছে। কিছুক্ষণ পর আর একটু দূরে আরও একটি শব্দ। এরপরই তিনি দেখেন, এলাকার ছেলেরা যাঁরা রেল লাইনের ধারে বসেছিলেন, তাঁরা ভয়ে পালিয়ে আসছে সেদিক থেকে। ওই মহিলার সন্দেহ, সেগুলি বোমা ছিল, চলতি ট্রেন থেকেই সেগুলি মারা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেক বছর আগেও একবার এমন একটি ঘটনা ঘটেছিল। তারপর বহু বছর বাদে আবার এমন ঘটনা ঘটল। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই বস্তি এলাকার বাসিন্দারা।

Next Article