কলকাতা: প্রায় ১৭ ঘণ্টার যাত্রার সঙ্গে শেষ ৯ মাসের অপেক্ষা। রুদ্ধশ্বাস অভিযান শেষে শেষ পর্যন্ত মর্ত্যে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। সুনীতা সহ সমস্ত মহাকাশচারীদের কুর্নিশ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে উদ্ধারকারী দলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। উচ্ছ্বসিত বাংলার বিজেপি বিধায়কেরাও। রাজ্য বিধানসভায় সুনীতা উইলিয়ামের ঘরে ফেরা নিয়ে অভিনন্দন প্রস্তাব বিজেপির। সুনীতা স্বাগত জানিয়ে বিধানসভার সামনে স্লোগানও দিলেন বিজেপি বিধায়করা।
সূত্রের খবর, এদিন বিধানসভা খুললেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ স্পিকারের কাছে দরবার করেন। তাঁদের দাবি, সুনীতাকে অভিনন্দন জানিয়ে একটা প্রস্তাব গ্রহণ করুক স্পিকার। স্পিকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আসার পরেই এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। যদিও এরইমধ্যে শঙ্কর ঘোষেরা বিধানসভার বাইরে সুনীতাকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন। সকলের হাতেই দেখা যায় সুনীতার ছবি দেওয়া পোস্টার।
এ নিয়ে শঙ্কর ঘোষ বলেন, “সুনীতা উইলিয়ামসের ঘরে ফেরা নিয়ে একটা অভিনন্দন প্রস্তাব আনার জন্য স্পিকারের কাছে আবেদন করেছি। অধিবেশনের শুরুতেই আমি এই প্রস্তাব আনার জন্য অনুরোধ করেছি।” প্রসঙ্গত, সুনীতারা ঘরে ফিরে গোটা বিশ্বের পাশাপাশি উন্মাদনার আবহ ভারতেও। গুজরাটে সুনীতার দেশের বাড়ির এলাকাতেও দেখা যায় উৎসবের ছবি। উদযাপনে মেতে ওঠেন সেখানকার বাসিন্দারা। সুনীতাদের রুদ্ধশ্বাস অভিযান শেষে ঘরে ফেরায় যারপরনাই খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনিও জানিয়েছেন শুভেচ্ছা।