কলকাতা: সম্পূর্ণ হয়েছে ক্যাবিনেট বৈঠক। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট (West Bengal Budget 2021)। অর্থমন্ত্রী অমিত মিত্র স্বশরীরে থাকছেন না, ফলে রাশ ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাজেট পর্বের শুরুতেই বিধানসভায় হয় চরম বিশৃঙ্খলা। মনোজ টিগ্গার নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিরক্ত হন স্পিকারও। রাজ্য বাজেটে রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও বিভিন্ন পরিকাঠামো খাত, পাশাপাশি তফশিলি জাতি, উপজাতি, রাজবংশী সকলকেই বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দেন। বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর বাজেট পেশ রাজ্যের আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রুবি থেকে কালিকাপুর উড়ালপথ, উল্টোডাঙা থেকে পোস্তা বাজার উড়ালপথ, চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত উড়ালপুল, পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ। উড়ালপথ নির্মাণে ২,৫৭৫ কোটি টাকা বরাদ্দ। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কমিশনকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কমিশন গঠনের প্রস্তাব। গড়িয়া থেকে যাদবপুর, টালা থেকে ডানলপ ৬ লেনের উড়ালপুল।
দেড় কোটি নতুন কর্ম সংস্থান আগামী ৫ বছরে। গত ১০ বছরে ৪ লক্ষেরও বেশি শূন্যপদে নিয়োগ। আগামী ৩ বছরে বিভিন্ন বিভাগে শূন্যপদগুলিতে নিয়োগ হবে। বিগত ১০ বছরে ১০০ দিনের কাজে ৭.২৪ কোটি গ্রামের মানুষের কর্মসংস্থান হয়েছে।
রুবি থেকে কালিকাপুর, পার্কসার্কাসে স্কাইওয়াক। ৩০ জুন, ২০২১ পর্যন্ত যাত্রী পরিবহণে রোড ট্যাক্স মুকুব। ৬০ বছরের উর্ধ্বদের পেনশনের জন্য ১০০০ কোটি বরাদ্দ।
প্রতি বছর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব। বরাদ্দ ৯০০ কোটি।
গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা। ১০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার। অশোনকনগরে গ্যাস উন্নয়ন প্রকল্প। অশোকনগর শিল্পনগরীতে পরিণত হবে। পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর। রঘুনাথপুরে শিল্পনগরী তৈরি হবে। ২৪৮৩ একর জমির ওপর শিল্পনগরী। ১০০ কোটি বরাদ্দ হয়েছে শিল্পনগরীতে।
একর পিছু অনুদান আগামি খারিফ মরসুমের জন্য় ৫০০০ থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হচ্ছে।
মাতৃবন্দনা নামে নতুন প্রকল্পের সূচনা। আগামী অর্থবর্ষে ৮৫০ কোটি টাকা ব্য়য়বরাদ্দের প্রস্তাব। কোভিডের জন্য অসংগঠিত ক্ষেত্র বিরাট ক্ষতি হয়েছে। ৪৫ হাজার শ্রমিককে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
পার্শ্বশিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি। প্রতি বছর তাঁদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে।
যুবশক্তি নামে প্রকল্প ঘোষণা। সেখান ৩ বছর অন্তর দশ হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের সরকারি দফতরে চাকরি দেওয়া হবে।
দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান বছরে দু’বার হবে। এটা শুধু এখনকার জন্য নয়। নেতাজি রাজ্য যোজনা কমিশন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার জন্য ৫ কোটি ব্যয় বরাদ্দের ঘোষণা করা হয়েছে। বিনামূল্যে ২০২১ সালের জুন পর্যন্ত খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। এই প্রকল্প তার পরেও চালু থাকবে। বিনামূল্যে রেশন পাওয়া যাবে।
রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হচ্ছে। নগদ জমা ছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যাবে। এই প্রকল্প সারা বছর চলবে। প্রতি তিন বছর অন্তর রিনিউ করা যাবে। এর জন্য় দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিচ্ছে।
ধাপে ধাপ
স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২৫ হাজার কোটির ঋণ
চা বাগানের উন্নতিতে ১৫০ কোটি টাকা
আজাদ হিন্দ স্বারকে বরাদ্দ ১০০ কোটি
নেতাজি ব্যাটেলিয়নে ১০ কোটি বরাদ্দ
দেশ হাজার পার্শ্ব শিক্ষক নিয়োগ
সরকার অনুমোদিন মাদ্রাসাগুলিতে আর্থিক সহায়তা: মুখ্যমন্ত্রী
তফশিলি জাতি, উপজাতি ও আদিবাসীদের জন্য ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। এর জন্য় ৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দ রাখছি : মুখ্যমন্ত্রী
অলচিকি ভাষার জন্য ১৫০০ স্কুল তৈরির প্রস্তাব দিচ্ছি। এর জন্য ১০০ কোটি টাকা ব্যয়বরাদ্দ করে রাখছি : মুখ্যমন্ত্রী
তফশিলিদের জন্য ২০ লক্ষ গৃহনির্মাণ : মুখ্যমন্ত্রী
আমফান, করোনায় বিপুল ক্ষতি হয়েছে: মুখ্যমন্ত্রী
কেন্দ্রের তরফে প্রত্যাশিত সাহায্য আসেনি: মুখ্যমন্ত্রী
রাজ্যের রাজস্ব আদায় আগের থেকে অনেক বেড়েছে: মুখ্যমন্ত্রী
রাজ্যে কল্যাণমূলক অনেক কর্মসূচি হয়েছে: মুখ্যমন্ত্রী
নেপালি, হিন্দি ভাষার জন্য ১০০ টি নতুন স্কুল: মুখ্যমন্ত্রী
রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে: মুখ্যমন্ত্রী
রাজ্যে কল্য়াণমূলক অনেক কর্মসূচি চলছে: মুখ্যমন্ত্রী
‘বাজেটে অংশগ্রহণ করুন, তা না করে ৪-৫ জন বিশৃঙ্খলা তৈরি করছেন…’ বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “লোকসভায় অনেক বাজেট পড়েছি। বিজেপি কেন এমন করছে জানি না। বিজেপির এই আচরণ কাম্য নয়।”
মনোজ টিগ্গার নেতৃত্বে বিধানসভায় চলে বিক্ষোভ। বিষয়টি অপ্রত্যাশিত, বললেন স্কিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের সহযোগিতা করার বার্তা স্পিকারের
বাজেট পর্ব শুরু হতেই বিক্ষোভ বিরোধীদের। ওয়েলে নেমে হট্টগোল বিরোধীদের। মনোজ টিগ্গার নেতৃত্বে চলে বিক্ষোভ।
‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর বদলে রাশ ধরলেন মুখ্যমন্ত্রী