তৃণমূলের ‘কাঁটা’ ৫০টি ওয়ার্ড, সংগঠনে জোর দিতে আজ বৈঠকে ফিরহাদ

tista roychowdhury | Edited By: সোমনাথ মিত্র

Feb 05, 2021 | 5:12 PM

লোকসভা নির্বাচনে ৫০টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল, যা চিন্তায় রেখেছে দলকে

তৃণমূলের কাঁটা ৫০টি ওয়ার্ড, সংগঠনে জোর দিতে আজ বৈঠকে ফিরহাদ
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বিধানসভা নির্বাচন আসন্ন। আটঘাট বেঁধে নেমে পড়েছে বিজেপি। একের পর এক তৃণমূল নেতাকে দলে নিয়ে চমক দিচ্ছে গেরুয়া শিবির। তাই দলীয় সংগঠনে যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য সব রকমের প্রস্তুতি সেরে রাখতে চাইছে তৃণমূল। এবার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: টয়লেট পর্যন্ত নেই, এটাই কি নিউ ইয়র্কের সবথেকে খারাপ অ্যাপার্টমেন্ট?

লোকসভা নির্বাচন ভোট তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা ছিল। পরিসংখ্যান বলছে, লোকসভা নির্বাচনে কলকাতার ৫০টি ওয়ার্ডে বিজেপির তুলনায় পিছিয়ে ছিল তৃণমূল। সেটাই যদি এবার ও বজায় থাকে তাহলে বিধানসভায় হালে পানি পেতে অসুবিধা হয়ে যেতে পারে। তাই ওই ৫০ টি ওয়ার্ড কে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক শিবির।

আরও পড়ুন: ৯ থেকে ১০ দফার ভোটের দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি

শুক্রবার রাতে চেতলার অহিন্দ্র মঞ্চে কলকাতার বিদায়ী তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবেন মুখ্য প্রশাসক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বর্তমানে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কাউন্সিলর রয়েছে ১২০টি তে। তিন জন তৃণমূল কাউন্সিলরের মৃত্যু হয়েছে ও বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাই ১২০ জন কাউন্সিলরকে নিয়েই বৈঠকে বসছেন ফিরহাদ।

কলকাতার সব ওয়ার্ড বিশেষত ওই ৫০ টি ওয়ার্ডে কোন কাজ বাকি আছে, আর কি করা যেতে পারে, সংগঠন কতটা মজবুত, এসব নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বৈঠকে জোর দেওয়া হবে স্বাস্থ্য সাথী কার্ডে। সরকারের এই স্বাস্থ্য প্রকল্প কতটা কার্যকর করা হয়েছে, সাধারণ মানুষের সেই কার্ড পেতে কোনও অসুবিধা হচ্ছে কিনা, তা নিয়েও আলোচনা হবে। কারণ, স্বাস্থ্য সাথী কার্ডকে এবার বিধানসভা নির্বাচনের অন্যতম হাতিয়ার হিসেবে মনে করছে রাজ্য সরকার।

Next Article