৭ কেন্দ্রের করোনা পরিস্থিতি কেমন? উপনির্বাচনের আগে স্বাস্থ্যভবনের রিপোর্ট তলব নবান্নের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 15, 2021 | 11:42 AM

West Bengal By Poll: এই ৭ কেন্দ্রের মধ্যে সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে পূর্ণাঙ্গ নির্বাচন হবে। ভবানীপুর, খড়দহ-সহ ৭ কেন্দ্রে উপ নির্বাচন চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

৭ কেন্দ্রের করোনা পরিস্থিতি কেমন? উপনির্বাচনের আগে স্বাস্থ্যভবনের রিপোর্ট তলব নবান্নের
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: উপ নির্বাচন (West Bengal By Poll) নিয়ে তোড়জোড় নবান্নে। ৭ কেন্দ্রের করোনা পরিস্থিতি কেমন, তা স্বাস্থ্যভবনের কাছে রিপোর্ট তলব করল নবান্ন (Nabanna)।

২টি কেন্দ্রে রয়েছে পূর্ণাঙ্গ নির্বাচন, বাকি ৫টি কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। তার আগে নবান্নের তরফে স্বাস্থ্যভবনের কাছে গত ১৪ দিনে আক্রান্তের সংখ্যা কেমন, তার একটি রিপোর্ট তলব করা হয়েছে। ৭ কেন্দ্রের করোনা পরিস্থিতি কেমন, তা খতিয়ে দেখতে চায় নবান্ন। ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা পড়েছে।

১-১৪ জুলাই কোথায় কত নতুন করে আক্রান্ত

দিনহাটা: ৪২
ভবানীপুর: ২৬ (শুধু ভবানীপুর কেন্দ্রে নতুন করে আক্রান্তের পরিসংখ্যান ১০ জুলাই পর্যন্ত)
খড়দহ: ২৬
গোসাবা: ১৭
শান্তিপুর: ৩৯
সামশেরগঞ্জ: ০১
জঙ্গিপুর: ০৫

উল্লেখ্য, এই ৭ কেন্দ্রের মধ্যে সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে পূর্ণাঙ্গ নির্বাচন হবে। ভবানীপুর, খড়দহ-সহ ৭ কেন্দ্রে উপ নির্বাচন চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। প্রতিনিধি দলে রয়েছেন ৬ সাংসদ। সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন সাংসদরা। দলে রয়েছেন সুখেন্দুশেখর রায়, সৌগত রায়-সহ মোট ৬ জন।

যত দ্রুত সম্ভব এই কেন্দ্রগুলিতে উপ নির্বাচন করাতে চায় তৃণমূল। আর তার জন্যই এই দরবার। অন্ততপক্ষে ৭ দিন সময়সীমা বেঁধে দেওয়া হোক প্রচারের জন্য- এই দাবিও কমিশনের কাছে জানাতে চলেছেন তৃণমূল নেতৃত্ব। কোভিড বিধি মেনে যাতে সংক্ষিপ্ত আকারে প্রচার চালানো যায়, সেটিও লিখিতভাবে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন: দ্রুতই ৭ কেন্দ্রে উপনির্বাচন সেরে ফেলতে চায় তৃণমূল, কমিশনকে চেপে ধরতে আজ দিল্লিতে প্রতিনিধি দল

Next Article