Police Recruitment: ১২ হাজার কনস্টেবল নিয়োগে গ্রিন সিগনাল, বড় সিদ্ধান্ত মমতার ক্যাবিনেটে

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Oct 12, 2023 | 11:30 PM

Mamata Banerjee: বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানেই এই পুলিশ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুষ ও মহিলা উভয়ই নিয়োগ করা হবে। কতজন মহিলা কনস্টেবল ও কতজন পুরুষ কনস্টেবল নিয়োগ হবে, সেই সংখ্যাও জানিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম।

Police Recruitment: ১২ হাজার কনস্টেবল নিয়োগে গ্রিন সিগনাল, বড় সিদ্ধান্ত মমতার ক্যাবিনেটে
পুলিশ নিয়োগে সবুজ সংকেত মন্ত্রিসভায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুজোর আগে বিরাট সুখবর রাজ্যবাসীর জন্য। রাজ্যে শীঘ্রই প্রচুর পুলিশ নিয়োগ (Police Recruitment) হতে চলেছে। প্রায় ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) বসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানেই এই পুলিশ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুষ ও মহিলা উভয়ই নিয়োগ করা হবে। কতজন মহিলা কনস্টেবল ও কতজন পুরুষ কনস্টেবল নিয়োগ হবে, সেই সংখ্যাও জানিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম।

মুখ্যমন্ত্রীর বাড়িতে ক্যাবিনেট বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন, “১২ হাজার কনস্টেবল পদে নিয়োগ হবে। তার মধ্যে ৮ হাজার ৪০০ পুরুষ কনস্টেবল নিয়োগ হবে এবং বাকি ৩ হাজার ৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ করা হবে।”

পুজোর মুখে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তে আরও চওড়া হল চাকরিপ্রার্থীদের মুখের হাসি। সরকারি চাকরির জন্য, বিশেষ করে পুলিশের চাকরির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য পুজোর আগে এ এক দারুণ খবর। প্রসঙ্গত, এর আগে মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন সরকারি ক্ষেত্রগুলিতে প্রচুর নিয়োগ করা হবে। তালিকায় ছিল পুলিশ, চিকিৎসক, নার্স-সহ আরও বিভিন্ন ক্ষেত্র। সব মিলিয়ে সরকারি বিভিন্ন দফতরগুলিতে প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের বিষয়ে আশ্বাস দিয়েছিলেন তিনি।

পুলিশ নিয়োগের প্রক্রিয়াও নিরন্তর চলছে। গত মাসেও রাজ্যের পুলিশ বাহিনীতে সাব-ইনস্পেক্টর নিয়োগের জন্য আবেদন নেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছিল। রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মোট ৩০৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। আর এসবের মধ্য়েই আবার নতুন করে ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর রাজ্য মন্ত্রিসভা।

Next Article