Suvendu Adhikari: পুলিশ কমিশনারের মানহানির মামলায় স্বস্তি শুভেন্দুর, হাজিরা দিতে হবে না কোর্টে

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

May 18, 2023 | 2:53 PM

Suvendu Adhikari: শুভেন্দুর বক্তব্য ছিল, কলকাতা পুলিশ কেন বাসটিকে নিরাপত্তা দিচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।

Suvendu Adhikari: পুলিশ কমিশনারের মানহানির মামলায় স্বস্তি শুভেন্দুর, হাজিরা দিতে হবে না কোর্টে
শুভেন্দু অধিকারী।

Follow Us

কলকাতা: আদালতে স্বস্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কলকাতার নগরপাল বিনীত গোয়েলের দায়ের করা মামলায় স্বস্তি শুভেন্দুর। আগামী ২০ মে বিরোধী দলনেতাকে ব্যাঙ্কশাল আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই রায়কে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার নিম্ন আদালতের হাজিরা সংক্রান্ত নির্দেশ খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর একটি টুইট নিয়ে বিতর্ক দানা বাঁধে। কালীঘাটের পটুয়াপাড়ায় একটি বাসকে পুলিশি নিরাপত্তায় যাতায়াত করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বাসটিকে কালীঘাটে ঢুকতে বেরোতে দেখা গিয়েছে।

শুভেন্দুর বক্তব্য ছিল, কলকাতা পুলিশ কেন বাসটিকে নিরাপত্তা দিচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এদিকে এই টুইটে কলকাতা পুলিশ ও পুলিশ কমিশনারের মানহানি হয়েছে বলে পাল্টা মামলা দায়ের হয়। ২৮ এপ্রিল মামলাটি হয়। ব্যাঙ্কশাল আদালতের বিচার ভবনে তা গৃহীত হয়।

২০ মে মুখ্য বিচারক উত্তম সাউয়ের এজলাসে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। যদিও এই মামলা প্রসঙ্গে আগেই শুভেন্দু বলেছিলেন, “আমি কলকাতা পুলিশ কমিশনারের নজরে এনেছিলাম বিষয়টি। কেন কালীঘাটের পটুয়াপাড়ার রাস্তা ১১টা ৫০ মিনিট থেকে রাত ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ করে রাখা ছিল? আমি কি এটা জানতে চাইতে পারি না? আমি বুঝে নেব। বিনীতবাবু তাঁর চেয়ার পাকাপোক্ত করার জন্য এগুলো করছেন।” একইসঙ্গে শুভেন্দু বলেছিলেন, তিনি এ ধরনের একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই বৃহস্পতিবার এই নির্দেশ হাইকোর্টের।

Next Article