কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর পর আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড’-এর বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই জানালেন, ‘পার্থদা’র সমস্ত দফতর আপাতত তিনিই দেখবেন। একইসঙ্গে বৃহস্পতিবারের এই বৈঠকে ইঙ্গিত দিলেন নতুন মন্ত্রিসভা গঠনেরও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ থেকে কয়েকদিনের জন্য, যতদিন নতুন কিছু না হচ্ছে, সে ক’দিন ইন্ডাস্ট্রি-সহ পার্থদার কাছে যা যা ডিপার্টমেন্ট ছিল সেগুলি আমার কাছে থাকছে। আমি হয়ত কিছুই করব না, কিন্তু যতক্ষণ নতুন মন্ত্রিসভা গঠন না করছি, পার্থদাকে রিলিফ করেছি। আমি দেখছি।” মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দল খুব কঠোর দল। খুব কষ্ট করে রাজনীতিটা করি। কেউ যদি মনে করে সংবাদমাধ্যমকে হাতে নিয়ে সব বদলে দেব, অত সহজ হবে না। এর মধ্যেও অনেক খেলা আছে। আমি আর এসব বলতে চাই না।”
যদিও পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতে বাম-বিজেপি এক যোগে সরব হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “পার্থ চট্টোপাধ্যায়কে বলির পাঁঠা করা হল। পার্থ চট্টোপাধ্যায় একা এ কাজ করতে পারেন না। সরকার জড়িত। আবার ভোট হবে। মানুষ নির্ণয় করবেন, কারা বাংলা শাসন করবে। একা পার্থ চট্টোপাধ্যায় জড়িত হতে পারেন না।” সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এই ঘটনায় সকলে জড়িত। এখন বাঁচার জন্য পার্থকে বলি দিচ্ছে। পার্থকে বলি দিয়ে লাভ কী। ও এই সম্পত্তি উদ্ধার করেছে।”
প্রসঙ্গত, এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, শিল্প মন্ত্রী, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রীর পদ থেকে ‘অব্যাহতি’ দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। এদিকে এদিনই বিকেলে তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ। সেখান থেকেই অভিষেক ঘোষণা করেন, দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে অপসারিত করা হল পার্থকে।