CM Mamata Banerjee: দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত টিভি নাইন বাংলার সাংবাদিক, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 09, 2022 | 7:07 PM

CM Mamata Banerjee: বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, স্বর্ণেন্দুর পরিবার চাইলে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে রাজ্য।

CM Mamata Banerjee: দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত টিভি নাইন বাংলার সাংবাদিক, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
স্বর্ণেন্দু দাসের পাশে দাঁড়ানোর আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Follow Us

কলকাতা: টিভি নাইন বাংলার সাংবাদিকের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক স্বর্ণেন্দু দাস ক্যানসার আক্রান্ত। এই মুহূর্তে মুম্বইয়ে চিকিৎসা চলছে তাঁর। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, স্বর্ণেন্দুর পরিবার চাইলে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে রাজ্য। এর জন্য মুম্বই থেকে কলকাতায় আনার সমস্ত খরচও বহন করবে সরকার।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এসএসকেএমে তো ক্যানসারের খুব ভাল চিকিৎসা হচ্ছে। আমরা ওকে কলকাতায় নিয়ে আসতে পারি। কলকাতায় এসএসকেএমে বিনা খরচে পুরো চিকিৎসাই করিয়ে দিতে পারি। ওর আসা যাওয়ার খরচও আমরা দিয়ে দেব। ওকে কলকাতায় আনতে যা খরচ হবে, আমরা দেব।”

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি পরিবার রাজি থাকে দু’টো তিনটে সিট বুক করে একটা পেশেন্ট আসতে পারে। পরিবারের একজন থাকবেন সঙ্গে। সেটা আমরা নিয়ে আসব। মণিময় ডিরেক্টর। ওনার সঙ্গে গিয়ে কথা বলুক পরিবার। মুখ্যসচিব সবটা বলে দেবেন। যা যা সহযোগিতা লাগবে আমরা সবটা করে দেব। ওর পরিবার যেন ডিটেইলটা ববিকে পাঠায়। ববি আমাকে সবটা ফরোয়ার্ড করে দেবে।”

Next Article