Mamata Banerjee: ‘গোটা দেশ যদি গেরুয়া হয়ে যায়, অন্য রংগুলি কোথায় যাবে?’, প্রশ্ন মমতার

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Aug 03, 2023 | 6:56 PM

Mamata Banerjee: কেন্দ্রকে খোঁচা দিয়ে মমতার প্রশ্ন, 'সারা দেশ যদি গেরুয়া রং হয়ে যায়, তাহলে অন্য রংগুলি কোথায় যাবে?' একইসঙ্গে মমতা এও বলেন, 'গেরুয়া একটি পবিত্র রং। ত্যাগের প্রতীক।'

Mamata Banerjee: গোটা দেশ যদি গেরুয়া হয়ে যায়, অন্য রংগুলি কোথায় যাবে?, প্রশ্ন মমতার
মমতা বন্দ্যোপাধ্য়ায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ‘রং হিসেবে গেরুয়া আমাদের অপছন্দের নয়’। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া রং নিয়ে একটি ছোট্ট অভিজ্ঞতার কথাও এদিন সাংবাদিক বৈঠকে তুলে ধরেন তিনি। গতকাল আলিপুরের ডিজি হেডকোয়ার্টার থেকে ফিরছিলেন মমতা। তখন একটি পেট্রোল পাম্প তাঁর নজরে আসে। সেখানে দু’জন মহিলাকে গলায় কার্ড ঝুলিয়ে গেরুয়া পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখেন মমতা। তা দেখে মুখ্যমন্ত্রী সঙ্গে থাকা পুলিশের এক অফিসারকে জিজ্ঞাসা করেন, ‘তোমরা পুলিশে আবার কবে গেরুয়া ড্রেস চালু করলে?’ তখন ওই পুলিশ অফিসার মমতাকে জানান, ওটা পুলিশের নন। সব পেট্রোল পাম্পে নির্দেশ গিয়েছে, যাঁরা কাজ করবেন, তাঁদের সকলকে গেরুয়া পোশাক পরতে হবে।’

এরপরই কেন্দ্রীয় সরকারকে নাম না করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ‘মেট্রো স্টেশনগুলিতে অর্ধেক গেরুয়া করে দেওয়া হয়েছে। ৩৬ টি স্টেশনে আধুনিকীকরণের নামে গেরুয়া করার পরিকল্পনা চলছে।’ মমতার বক্তব্য, এই সব স্টেশনগুলিতে নতুন করে আধুনিকীকরণের কিছু নেই। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময়েই এই প্রকল্পগুলি পাশ হয়ে গিয়েছিল। কেন্দ্রকে খোঁচা দিয়ে মমতার প্রশ্ন, ‘সারা দেশ যদি গেরুয়া রং হয়ে যায়, তাহলে অন্য রংগুলি কোথায় যাবে?’ একইসঙ্গে মমতা এও বলেন, ‘গেরুয়া একটি পবিত্র রং। ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীককে যদি ওরা অত্যাচারের প্রতি হিসেবে ব্যবহার করে তাহলে মানুষ মেনে নেবে না।’

মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যও। বলছেন, ‘১৯৯৮ সালে যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তখন গেরুয়া রং কীসের প্রতীক ছিল? তখন বুঝতে পারেননি? এটা হল পরাজিতের আর্তনাদ। তিনি ভবিষ্যত জানেন। তিনি জানেন, তৃণমূলের শেষের সেদিন শুরু হয়ে গিয়েছে।’

Next Article