Mamata Banerjee: ‘গণদেবতার স্বার্থে জীবন সঁপেছি…’, নবান্নের পথে গাড়ি থামিয়ে মানবিক মমতা

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Jan 18, 2024 | 4:44 PM

Mamata Banerjee: গাড়িতে চেপে নবান্নে যাওয়ার পথে হঠাৎই রাস্তার ধারে কর্মরত সেই সাফাইকর্মীদের দিকে চোখ যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন। তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এক জায়গায় নয়, এদিন মোট তিন জায়গায় দরিদ্র মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। উত্তীর্ণের সামনে, ভবানী ভবনের কাছে রাস্তার মোড়ে এবং চিড়িয়াখানার সামনে। 

Mamata Banerjee: গণদেবতার স্বার্থে জীবন সঁপেছি..., নবান্নের পথে গাড়ি থামিয়ে মানবিক মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: শীতের সকাল। ব্যস্ত শহর। ব্যস্ত রাস্তা। সেই রাস্তার ধারেই নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন কয়েকজন সাফাইকর্মী। রাস্তার ধারে রেলিং পরিষ্কার করছিলেন তাঁরা। গাড়িতে চেপে নবান্নে যাওয়ার পথে হঠাৎই রাস্তার ধারে কর্মরত সেই সাফাইকর্মীদের দিকে চোখ যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন। তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এক জায়গায় নয়, এদিন মোট তিন জায়গায় দরিদ্র মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। উত্তীর্ণের সামনে, ভবানী ভবনের কাছে রাস্তার মোড়ে এবং চিড়িয়াখানার সামনে।

বৃহস্পতিবার সকালের সেই ঘটনার কথা মুখ্যমন্ত্রী নিজেও তাঁর ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন। শীতবস্ত্র বিতরণের বেশ কিছু ছবি পোস্ট করে মমতা লিখেছেন, বাড়ি থেকে নবান্নে যাওয়ার পথে সাফাইকর্মীদের দেখে তাঁর কষ্ট হচ্ছিল। তিনি জানিয়েছেন, ‘এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখেন।’

রাস্তার ধারে কর্মরত ওই মহিলাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার নিজের সাধ্যমতো সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর। আমার রাজ্যের যে-কোনো প্রান্তে কোনো একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক।’ সঙ্গে তিনি আরও লিখেছেন, জনসেবা করার জন্যই নিজের গোটা জীবন সঁপে দিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সকালে আচমকা মুখ্যমন্ত্রীর হাত থেকে এভাবে শীতবস্ত্র উপহার পেয়ে বেজায় খুশি সাফাইকর্মীরাও। তবে শুধু এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সময়ে আচমকা গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তিনি। অতি সম্প্রতি যেমন উত্তরবঙ্গ সফরকালে বানারহাটে একটি স্কুলের সামনে গাড়ি থামিয়ে নেমে পড়েছিলেন মমতা।

Next Article