Mamata Banerjee on potato export: ভিনরাজ্যে আলু রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, মিটবে সমস্যা?

Deeksha Bhuiyan | Edited By: সঞ্জয় পাইকার

Aug 20, 2024 | 7:25 PM

Mamata Banerjee on potato export: ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলেন আলু ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ট্রাকে করে ভিনরাজ্যে আলু রফতানির সময় পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ তুলে গত ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। টানা ৫ দিন চলে সেই কর্মবিরতি।

Mamata Banerjee on potato export: ভিনরাজ্যে আলু রফতানি নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, মিটবে সমস্যা?
আলু রফতানি নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক হয়

Follow Us

কলকাতা: প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রফতানি নিয়ে জটিলতা। ফের কর্মবিরতিতে নেমেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তার জেরে রাজ্যের বাজারেও আলুর জোগান নিয়ে প্রশ্ন উঠে। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব বিপি গোপালিকা। টাস্ক ফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ওই বৈঠকে ছিলেন। নবান্নের কনফারেন্স হলে সেই বৈঠক চলাকালীন আচমকা পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ভিনরাজ্যে আলু রফতানি নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

বিগত কয়েক সপ্তাহ ধরে আলুর দাম নিয়ে প্রশ্ন উঠছে। আর এই অবস্থায় ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলেন আলু ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ট্রাকে করে ভিনরাজ্যে আলু রফতানির সময় পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ তুলে গত ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। টানা ৫ দিন চলে সেই কর্মবিরতি। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদাররা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সেইসময় কর্মবিরতি উঠলেও আলু রফতানিতে জটিলতা কাটেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাই সোমবার থেকে ফের কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

তারপরই মঙ্গলবার নবান্নে বৈঠক ডাকেন মুখ্যসচিব। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রত্যেক জেলার জেলাশাসক, টাস্ক ফোর্স এবং আলু ব্যবসায়ীরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর পরই সেখানে উপস্থিত হন মমতা। বুধবার থেকে ব্যবসায়ীদের আলু রফতানিতে ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী। তবে অনুমতি দিলেও আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকার এক সপ্তাহ নজর রাখার পরে ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article