কলকাতা: পরিবহণ দফতরের কর্মীদের ভ্যাকসিনেশন (COVID Vaccine) ক্যাম্পের আয়োজন। ময়দানে ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
করোনার টিকা পেলেন বাস-ট্যাক্সি চালক থেকে শুরু করে টোটো চালকরা। পুরসভার ময়দান টেন্টে দেওয়া হল এই টিকা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের টিকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার থেকে শুরু হল সেই কর্মসূচি। সোমবারই পরিবহণ দফতরের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। তারপরই তৎপরতার সঙ্গে এই উদ্যোগ নেন।
সকাল থেকেই পরিবহণ কর্মীদের ভড়ি লক্ষ্য করা যায়। তাঁরা এসে রেজিস্ট্রেশন করে টিকা নিচ্ছেন। এক অটোচালক বলেন, “এই উদ্যোগে আমরা খুশি। ট্যাংড়া থেকে এসেছি। আমাদের খুবই উপকার হচ্ছে। পেটের জন্য তো গাড়ি নিয়ে বেরোতেই হয়।”
এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “এখানে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি ১০০ জনকে দিয়ে। লক্ষ্য রয়েছে রোজ ৫০০ লোককে টিকা দেব। এছাড়াও অনেকগুলো ডিপোতে যেমন হাওড়া, অহেন্দ্র মঞ্চ, তারাতলায়, সল্টলেকে একই সঙ্গে এই কর্মসূচি শুরু হল। পরিবহণ কর্মীদের সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় আবার হকারদেরও দেওয়া হচ্ছে টিকা। অহেন্দ্র মঞ্চে হকারদের টিকা দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: জানলার কার্নিসে করোনা আক্রান্ত রোগী! কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ ঘটনা
উল্লেখ্য, পরিবহণ কর্মীদের কোভিড যোদ্ধা হিসাবে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রাইভার এবং কন্ডাক্টর, অটো, টোটোচালক প্রত্যেকেই ভ্যাকসিন পাবেন। বাস সংগঠনগুলিও রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্টবেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি-সহ প্রত্যেকটি বাস মালিক সংগঠনই নয়া পরিবহণমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন।