করোনা আক্রান্ত সিপিএম নেতা সুজন চক্রবর্তী, ভর্তি করা হল হাসপাতালে

Apr 21, 2021 | 9:18 AM

করোনার (COVID) দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজনৈতিক ব্যক্তিত্বও। এবার করোনা আক্রান্ত হলেন সিপিএম নেতা তথা যাদবপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

করোনা আক্রান্ত সিপিএম নেতা সুজন চক্রবর্তী, ভর্তি করা হল হাসপাতালে
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: করোনার (COVID) দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজনৈতিক ব্যক্তিত্বও। এবার করোনা আক্রান্ত হলেন সিপিএম নেতা তথা যাদবপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। বর্তমানে তিনি মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বুকে স্ক্যান করার জন্য মঙ্গলবার রাতে তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। করোনার মৃদু উপসর্গ থাকায় সেই পরীক্ষাও হয়। বুধবার সকালে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। করোনার দ্বিতীয় ঢেউয়ে শাসক বিরোধী শিবিরের একের পর এক নেতা প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। বলা বাহুল্য লালদুর্গে যেন করোনা তার বড় থাবাই বসিয়েছে। ইতিমধ্যে লালদুর্গের প্রার্থী, নির্বাচনী এজেন্টের মৃত্যু হয়েছে করোনায়। প্রয়াত হয়েছেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় নির্বাচনী এজেন্ট নির্মল জানা।

গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামসেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ঠিক তার পরদিনই মৃত্যু হয় জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। সে কারণে দুই কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব স্থগিত হয়ে যায়। ১৩ মে মুর্শিদাবাদ জেলার এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: বাড়ি থেকে বেরনোর আগেই ভেবে নিন ফিরবেন কীভাবে! শিয়ালদা শাখায় বাতিল লোকাল

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু বাংলা। তার মধ্যে নির্বাচন আরও বিপদ বাড়িয়েছে। মিটিং, মিছিল, র্যালি, রোড শো অরক্ষিত মুখের ভিড় সুপার স্প্রেডারের কাজ করেছে। আক্রান্ত হয়েছেন একাধিক প্রার্থী। স্বাস্থ্য সচেতকরা বলছেন, এই পরিস্থিতিতে বাতিল করা হোক নির্বাচনী প্রচার। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, সংক্রমণ রুখতে কেবল পুলিশই দায়িত্ব নেবে না, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদেরও। এখনও বাকি তিন দফা। তার মধ্যে কী পরিস্থিতি তৈরি হবে, ভাবাচ্ছে সকলকে।

Next Article