রেকর্ড মৃত্যু বাংলায় ! আশার আলো দেখাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা

May 16, 2021 | 11:46 AM

আজ থেকে গোটা বাংলায় কড়া বিধি কার্যকর করা হয়েছে (West Bengal Lockdown)। আগামী ১৫ দিনের জন্য লকডাউন। তবে তার মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর। রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (West Bengal Corona Cases)।

রেকর্ড মৃত্যু বাংলায় ! আশার আলো দেখাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: আজ থেকে গোটা বাংলায় কড়া বিধি কার্যকর করা হয়েছে (West Bengal Lockdown)। আগামী ১৫ দিনের জন্য লকডাউন। তবে তার মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর। রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (West Bengal Corona Cases)। তবে রেকর্ড মৃত্যুর পরিসংখ্যানে।

একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৪ জনে। আশার আলো দেখাচ্ছে যে গত কয়েকদিনের তুলনায় দৈনিক আক্রান্তের হার কিছুটা হলেও কমেছে। শনিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯, ৫১১ জন। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ১৯,২১১ জন। সুস্থতার হার ৮৬. ৯৮ শতাংশ।

উল্লেখ্য, বাংলায় গত ১১ দিনে করোনায় শতাধিক মানুষেক মৃত্যু হয়েছে। শনিবার করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে শনিবার পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৯৩ জন।

আরও পড়ুন: একাধিক বাড়িতে আগুন, বোমায় ক্ষতবিক্ষত ১ যুবক! লকডাউনের আগের রাতেই রণক্ষেত্র ভাটপাড়া

করোনা মোকাবিলায় আজ থেকে রাজ্য জুড়ে নয়া বিধি। আগামী ১৫ দিন অর্থাৎ ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন। শহর থেকে জেলা- সর্বত্রই লকডাউন রক্ষার্থে কড়া পুলিশ। চলছে নাকাচেকিং। তবে ছাড় রয়েছে জরুরি পরিষেবায়। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া সমস্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানও। শনিবারই এ কথা ঘোষণা করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এটিএম পরিষেবা স্বাভাবিক থাকলে ব্যাঙ্ক সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। মুদিখানা এবং বাজার খোলা থাকবে শুধুমাত্র সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।

 

Next Article