কলকাতা: সংক্রমণের হার খুব সামান্য বৃদ্ধি পেলেও মৃত্যু বা অন্য কোন ক্ষেত্রে খুব একটা বদল এল না। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যে করোনা বুলেটিন প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। গতকাল এই সংখ্যাটাই ছিল ৮৩১। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯ জন। শেষ একদিনে করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯১ শতাংশ।
পজিটিভিটির হারে যদিও সামান্য বৃদ্ধি এসেছে। গতকালের ১.৫০ থেকে এ দিন সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৫ হাজার ২৫৩ নমুনা পরীক্ষা হয়েছে। প্রতি ১০০ জনের মধ্যে মৃত্যুর হার কমে হয়েছে ১.৯১ শতাংশ।
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-২।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার-২।
বীরভূম– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯০ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৯ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-২।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৭ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-১।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-২।