দৈনিক আক্রান্তের সংখ্যা নামল সাড়ে ৪ হাজারের নীচে, পজিটিভিটির হার কমে ৬ শতাংশ

ঋদ্ধীশ দত্ত |

Jun 12, 2021 | 8:01 PM

পজিটিভিটির হার নেমে এসেছে ৬ শতাংশে। টেস্টের সংখ্যা এখনও ৬০ হাজারের উপরেই রয়েছে।

দৈনিক আক্রান্তের সংখ্যা নামল সাড়ে ৪ হাজারের নীচে, পজিটিভিটির হার কমে ৬ শতাংশ
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ফের একবার রাজ্যের করোনা সংক্রমণের হারে বড় পতন। শুক্রবারের পর শনিবারও পশ্চিমবঙ্গের দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এল। রাজ্যের এ দিনের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৪  হাজারের নীচে। মৃত্যুর সংখ্যায় অবশ্য খুব বেশি হেরফের হয়নি। তবে পজিটিভিটির হার নেমে এসেছে ৬ শতাংশে। টেস্টের সংখ্যা এখনও ৬০ হাজারের উপরেই রয়েছে।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৮৩ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৮১ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৮৯। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ১ হাজার ৫৬ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ২৪৮ জন।

আরও পড়ুন: সবুজ জার্সিতে ফের ‘খেলা’ শুরু মুকুলের, রাতেই এক ঝাঁক বিজেপি সাংসদ-বিধায়কদের ফোন

অনেকটাই স্বস্তি দিচ্ছে ক্রমশ নিম্নমুখী পজিটিভিটির হারও। সপ্তাহতিনেক আগের ২০ শতাংশ থেকে কমে বর্তমানে তা কমে ৬ শতাংশ। তবে এই হার ৫ শতাংশের নীচে এলে তবেই কিছুটা নিশ্চিন্ত হওয়া যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৭৩ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৯ জন। গতকাল সুস্থতার সংখ্যা ছিল ৪ হাজার ৩২১ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৬২ হাজার ২৭৬ টি নমুনা পরীক্ষা হয়েছে।

আরও পড়ুন: ‘ওনার দীর্ঘদিনের রোগ,’ মুকুলের ফুলবদলে নীরবতা ভাঙলেন শুভেন্দু

 

Next Article
‘বামফ্রন্টে আছি, জোটে নেই’, গর্জনই সার, ৪৪ বছরের সম্পর্ক ভাঙতে পারল না ফরওয়ার্ড ব্লক
করোনা আবহে ‘নয়া থিম-পুজো’ শহরে, কেমন চলছে প্রস্তুতি?