Corona Update: ফের শক্তি বাড়াচ্ছে করোনা, পজিটিভিটি রেটে বড় লাফ, একদিনে মৃত্যুও বাড়ল

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 11, 2022 | 12:08 AM

Corona Update: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬২। শনিবার যা ছিল ২ হাজার ৯৬৮।

Corona Update: ফের শক্তি বাড়াচ্ছে করোনা, পজিটিভিটি রেটে বড় লাফ, একদিনে মৃত্যুও বাড়ল
বাংলায় করোনা পরিস্থিতি এক নজরে। PTI

Follow Us

কলকাতা: শনিবারের তুলনায় রবিবার দৈনিক সংক্রমণ সামান্য কমেছে ঠিকই। তবে আশার আলো দেখাচ্ছে না পজিটিভিটি রেট। মৃত্যুও বেড়েছে। সার্বিকভাবে রাজ্যের করোনার চিত্রটা মোটেই স্বস্তির নয় বলেই মনে করছে চিকিৎসকমহল। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬২। শনিবার যা ছিল ২ হাজার ৯৬৮। অর্থাৎ মাত্র ৮ কম রবিবার। কিন্তু পজিটিভিটি রেট শনিবার যেখানে ছিল ১৫.৬৯ শতাংশ, রবিবার তা বেড়ে হয়েছে ১৭.৩৬ শতাংশ। শনিবার করোনার বলি হন ৩ জন, রবিবার তা বেড়ে হয়েছে ৪।

কোন জেলায় কত আক্রান্ত, এক নজরে

উত্তর ২৪ পরগনা – আক্রান্ত ৭৩৭। শনিবার আক্রান্ত ৭৪২ জন।

কলকাতা – আক্রান্ত ৬৫৮। শনিবার আক্রান্ত ৭৪২ জন।

হুগলি – আক্রান্ত ১৯৬ । শনিবার আক্রান্ত ১৮৩ জন।

পশ্চিম বর্ধমান – আক্রান্ত ১৫২। শনিবার আক্রান্ত ১০৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা – আক্রান্ত ১৪৪। শনিবার আক্রান্ত ১৮১ জন।

নদিয়া – আক্রান্ত ১৩৭। শনিবার আক্রান্ত ১২৫ জন।

হাওড়া – আক্রান্ত ১২২ । শনিবার আক্রান্ত ১০১ জন।

পূর্ব বর্ধমান- আক্রান্ত ১১৩ । শনিবার আক্রান্ত ১০৯ জন।

পশ্চিম মেদিনীপুর- আক্রান্ত ১১২। শনিবার আক্রান্ত ৯৬ জন।

দার্জিলিং- আক্রান্ত ৯৫। শনিবার আক্রান্ত ৬১ জন।

বীরভূম- আক্রান্ত ৯১। শনিবার আক্রান্ত ১০৮ জন।

জলপাইগুড়ি – আক্রান্ত ৮০। শনিবার আক্রান্ত ৭৮ জন।

পুরুলিয়া – আক্রান্ত ৮০। শনিবার আক্রান্ত ৩৭ জন।

মালদহ – আক্রান্ত ৫৩ । শনিবার আক্রান্ত ৪৬ জন।

আলিপুরদুয়ার – আক্রান্ত ৪৩। শনিবার আক্রান্ত ১৬ জন।

বাঁকুড়া – আক্রান্ত ৩০ । শনিবার আক্রান্ত ৩৮ জন।

দক্ষিণ দিনাজপুর – আক্রান্ত ২৮। শনিবার আক্রান্ত ৪৩ জন।

মুর্শিদাবাদ – আক্রান্ত ২২ । শনিবার আক্রান্ত ১২ জন।

পূর্ব মেদিনীপুর – আক্রান্ত ২২। শনিবার আক্রান্ত ১৬ জন।

কোচবিহার – আক্রান্ত ১৮। শনিবার আক্রান্ত ২৫ জন।

উত্তর দিনাজপুর – আক্রান্ত ১৪। শনিবার আক্রান্ত ৭৫ জন।

ঝাড়গ্রাম – আক্রান্ত ৯। শনিবার আক্রান্ত ২৯ জন।

কালিম্পং – আক্রান্ত ৬। শনিবার আক্রান্ত ০।

Next Article