TV9 বাংলা ডিজিটাল: বিহারের বিধানসভা ভোটেই মিলেছিল অশনি সঙ্কেত। বিহারে ‘সাফল্য’ পাওয়ার পর আসাদউদ্দিন ওয়েইসির মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)- এর লক্ষ্য বাংলা (West Bengal)। উত্তরবঙ্গের অদূরে সীমাঞ্চল এলাকায় পাঁচ আসন জেতার পরে বাংলায় তৎপরতা বাড়ানোর ঘোষণাও করেছে তারা। আর তাতেই উদ্বেগ বেড়েছে বঙ্গ সিপিএম (CPI (M)) ও কংগ্রেসের (Congress)। এবার সংখ্যালঘুদের (Minorities) সঙ্গে যোগাযোগ বাড়াতে সক্রিয় হচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। জোট শিবিরও উদ্যোগ নিয়েছে।
বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যাদের প্রভাব আছে বলে মনে করা হয়, তার মধ্যে ফুরফুরা অন্যতম। ইতিমধ্যেই অধীর চৌধুরীর নেতৃত্বে ফুরফুরা সাহেবের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি নিয়েছে প্রদেশ কংগ্রেস। বাংলার নির্বাচনে ওয়েইসির লড়ার বিষয়টি রাজনৈতিক সমীকরণে বেশ গুরুত্ব ফ্যাক্টর হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক মহলের বক্তব্য, অবিজেপি দলগুলির কাছে স্পষ্ট, বিজেপির বি-টিম হিসাবে কাজ করতে চাইছে আসাদউদ্দিন ওয়েইসি-র দল। লোকসভা ভোটের পর থেকেই এই জেলাগুলিতে সক্রিয় হচ্ছে এমআইএম। ওয়েইসির দল যে বিজেপির সুবিধা করে দিচ্ছে, সেটা বলছেন বাম, কংগ্রেসের নেতারাও।
অধীর চৌধুরীর বক্তব্য, “বিজেপির সঙ্গে তাদের বোঝাপড়া আছে বলেই মানুষ বলছে। উদ্দেশ্য, বিজেপি বিরোধী দলগুলোর সংখ্যালঘু ভোটটা ভাগ করে দিচ্ছে তারা।’’ যদিও এই অভিযোগ ওয়েইসি নিজে বারবার খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁদের মূল লক্ষ্য সংখ্যালঘুদের ন্যায়ের জন্য লড়াই।
অন্যদিকে, বাংলার বাম নেতৃত্বের একাংশ মনে করছে, গত বিধানসভা ভোটে কংগ্রেস ও বাম যে ৭৭টি আসন জিতেছিল, তার মধ্যে ৩৭টিই মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর-সহ সংখ্যালঘু এলাকায়। এমনিতেই গত লোকসভা ভোটে সংখ্যালঘু সমর্থন অনেকটা তৃণমূলের দিকে গিয়েছিল। এর পরে ওয়েইসি যদি ওই অঞ্চলে ভাগ বসায়, তা হলে বিপদ অনেক বাড়বে!’’ পরিস্থিতিকে তাই ‘হাল্কা ভাবে’ নেওয়ার পক্ষপাতী নন বাম নেতৃত্বের একাংশ।