Raj Bhawan: রাজ্যপালের দুয়ারে মুখ্যসচিব, নন্দিনী ইস্যুতে এবার কি কাটবে রাজ্য-রাজভবন জট?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 15, 2023 | 2:20 PM

Chief Secretary meets Governor: মঙ্গলবার সন্ধেয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)। দীর্ঘ সময় মুখ্যসচিব সেখানে ছিলেন বলে জানা যাচ্ছে।

Raj Bhawan: রাজ্যপালের দুয়ারে মুখ্যসচিব, নন্দিনী ইস্যুতে এবার কি কাটবে রাজ্য-রাজভবন জট?
রাজ্যপালের সঙ্গে নন্দিনী চক্রবর্তী (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: নন্দিনী ইস্যুতে (Nandini Chakraborty) কি এবার নবান্ন-রাজভবন জট কাটতে চলেছে? সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)। দীর্ঘ সময় মুখ্যসচিব সেখানে ছিলেন বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছ, ওই সময়ে নন্দিনী চক্রবর্তীর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। নতুন প্রিন্সিপাল সেক্রেটারির বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। তারপরই জট কাটার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, গত রবিবার সূত্র মারফত জানা গিয়েছিল যে রাজ্যপালের প্রধান সচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে আর চাইছে না রাজভবন। সেই নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে জানিয়েও দেওয়া হয়েছিল রাজভবন থেকে। কিন্তু রাজ্য এই বিষয়ে একটু নিমরাজি ছিল বলে জানা যাচ্ছে। সোমবার জানা যায়, রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও, নবান্ন তাঁকে এখনই সরাচ্ছে না। আর রাজ্যের এই অবস্থানের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সন্ধে ৭টা-সাড়ে৭টা নাগাদ রাজভবনে যান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রায় সাড়ে আটটা পর্যন্ত তাঁদের মধ্যে আলোচনা হয়। সূত্রের খবর, নন্দিনী চক্রবর্তী ইস্যু নিয়েই তাঁদের কথাবার্তা হয়েছে।

প্রসঙ্গত, নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। রাজ্যের একাধিক দফতরের সচিব হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। লা গণেশন যখন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন, তখন রাজভবনের সচিব হিসেবে দায়িত্ব নেন নন্দিনী চক্রবর্তী। তাঁর আগে রাজ্যপালের সচিব পদের দায়িত্ব সামলাচ্ছিলেন সুনীল কুমার গুপ্তা। কিন্তু পরবর্তীতে উপরাষ্ট্রপতির প্রধান সচিব হিসেবে তিনি নিযুক্ত হন এবং সেই শূন্য পদে দায়িত্ব দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। এদিকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার বার অভিযোগ তুলেছেন নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে। রাজভবনের দায়িত্বে থাকা সচিব রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন বলেও বার বার সরব হয়েছেন শুভেন্দু।

Next Article