কলকাতা: দ্বিতীয় ঢেউ হানা দেওয়ার পর থেকে গত ২২ জুন সবচেয়ে কম সংক্রমণ ধরা পড়েছিল রাজ্যে। সংখ্যাটা ছিল- ১ হাজার ৮৫২। কিন্তু, তারপর থেকে পুনরায় রাজ্যের কোভিড গ্রাফ সামান্য হলেও উর্ধ্বমুখী। সোমবারের পর থেকে অবশ্য দৈনিক নমুনা পরীক্ষার হার বেড়েছে। অথচ শুক্রবার পর্যন্ত সংক্রমণ কমতে দেখা যায়নি। বৃদ্ধির হার খুব বেশি নয় ঠিকই। কিন্তু সংক্রমণ না কমা উদ্বেগ বাড়াচ্ছে বৈকি। যদিও স্বস্তির খবর একটাই। দৈনিক মৃত্যুর হার কমছে দ্রুতগতিতে। বর্তমান পজিটিভিটির হার ৩.৪৮ শতাংশ।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯২৩। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৪১। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ৭৭ জন কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ২৩১ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ৫৫৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৪। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-২।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-২।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৮। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-৪।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।
মালদহ– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-৩।
বীরভূম– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-৩।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-২।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-২।
হুগলি– গতকাল আক্রান্ত ১৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৯, শুক্রবার-৭।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৮, শুক্রবার-৬।