কলকাতা: ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে এ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। রবিবার সকালেই কলকাতায় একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। গত কয়েকদিনে কলকাতা-সহ হাওড়া, হুগলি জেলাতে একাধিক মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গির উল্লেখ রয়েছে। এ ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। কলকাত-সহ মোট ছয় জেলাতে ডেঙ্গি পরিস্থিতি ভাবাচ্ছে স্বাস্থ্য ভবনকেও। তালিকায় প্রথমেই রয়েছে কলকাতার নাম। এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিংয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রবিবার এ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। যেখানে শনিবার অর্থাৎ একদিন আগে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৪১৫ জন। ১০০ জনের বেশি একদিনে আক্রান্ত বেড়েছে। অন্যদিকে ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা রবিবার ২৮৮, যা শনিবার ছিল ৩৯৮।
কলকাতায় ১১৫ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জি বাগানের বাসিন্দা কৃষ্ণা গঙ্গোপাধ্যায় (৫৬) রবিবার সকালে মারা যান। গত সোমবার টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় হাইল্যান্ড পার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই এদিন সকালে ওই মহিলার মৃত্যু হয়। রাজ্যে এখনও পর্যন্ত ১২ জনের কাছাকাছি ডেঙ্গিতে মারা গিয়েছেন বলেই সূত্রের খবর।
কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের দু’জনের মৃত্যু হয় ডেঙ্গিতে। কলকাতা পুরসভা ডেঙ্গিতে মৃত্যুর বিষয়টি স্বীকারও করে নেয়। ১০৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুরাগ মালাকার (৩৭) মেডিকেল রিপ্রেসেন্টেটিভ ছিলেন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। এরইমধ্যে আচমকা শ্বাসকষ্টে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে ১০৬ নম্বর ওয়ার্ডেরই হালতুর মৌমিতা মুখোপাধ্যায়ের (৪০) গত সোমবার ডেঙ্গি ধরা পড়ে। বুধবার অনেকটাই সুস্থও হয়ে ওঠেন। হঠাৎই বৃহস্পতিবার হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান তিনি।
এর আগে দক্ষিণ কলকাতার হরিদেবপুরের ব্যানার্জি পাড়ায় ডেঙ্গিতে মারা যান ৫২ বছর বয়সী শর্মিলা চট্টোপাধ্যায়। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলির বেশ কিছু জায়গায় ডেঙ্গির ভয়াবহতা দেখা গিয়েছে। হাওড়ার বালি পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে এক ৬ মাসের শিশুর মৃত্যু হয় ডেঙ্গিতে। ৮ সেপ্টেম্বরের ঘটনা। এই ওয়ার্ডেই গত ৬ সেপ্টেম্বর মারা যান ২৯ বছর বয়সী এক যুবক। আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।