Summer Projects: এবার স্কুল থেকেই গবেষণামুখী হবে পড়ুয়ারা, গরমের ছুটির গাইডলাইন আনছে শিক্ষা দফতর

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Apr 06, 2023 | 10:37 PM

School Summer Projects: এই সামার প্রোজেক্টগুলির মাধ্যমে পড়ুয়ারা যে অভিজ্ঞতা সঞ্চয় করবে, তা তাদের আগামী দিনের পথ চলা অনেক সহজ করবে বলে মত শিক্ষা দফতরের। সেই কারণেই স্কুল শিক্ষা দফতরের থেকে এই সামার প্রোজেক্টগুলি ডিজাইন করা হয়েছে।

Summer Projects: এবার স্কুল থেকেই গবেষণামুখী হবে পড়ুয়ারা, গরমের ছুটির গাইডলাইন আনছে শিক্ষা দফতর

Follow Us

কলকাতা: স্কুলের ছাত্র ছাত্রীদের গবেষণামুখী করে তোলার জন্য এবং সেই সঙ্গে তাদের সামগ্রিক বিকাশের জন্য আরও নজর দিচ্ছে রাজ্য। সেই লক্ষ্যে এবার স্কুল স্তরেই সামার প্রোজেক্ট চালু করতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সামার প্রোজেক্টে কী কী করণীয়, সেই বিষয়ে একটি গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে পড়ুয়াদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, স্বাধীন চিন্তাভাবনা করার ক্ষমতা আরও বাড়বে বলে মনে করছে শিক্ষা দফতর। পড়ুয়ারা যখন স্কুলজীবন থেকে বেরিয়ে উচ্চশিক্ষার আঙিনায় পা রাখবে বা যখন তাঁরা পেশগত জীবনে পা রাখবে, তখন এই দক্ষতা তাঁদের আরও বেশি সাহায্য করবে বলে মত শিক্ষা দফতরের। এই সামার প্রোজেক্টগুলির মাধ্যমে পড়ুয়ারা যে অভিজ্ঞতা সঞ্চয় করবে, তা তাদের আগামী দিনের পথ চলা অনেক সহজ করবে বলে মত শিক্ষা দফতরের। সেই কারণেই স্কুল শিক্ষা দফতরের থেকে এই সামার প্রোজেক্টগুলি ডিজাইন করা হয়েছে।

পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য এই সামার প্রোজেক্ট চালু করতে চাইছে রাজ্য। পড়ুয়ারা যাতে স্কুলের চিরাচরিত শিক্ষার পাশাপাশি হাতে-কলমে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে, সেই দিকে নজর দিয়ে এই গাইডলাইন তৈরি হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের জন্য সামার প্রোজেক্টে রাখা হয়েছে পরিবেশ ও প্রকৃতি পরিচিতি বা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। এই প্রোজেক্টের মাধ্যমে পড়ুয়ারা প্রকৃতিকে আরও ভাল করে চিনতে পারবে। পড়ুয়ারা ৫-৭ দিন সময় নিয়ে প্রকৃতি পর্যবেক্ষণ করে একটি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষকদের কাছে।

এরপর সপ্তম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা বিভিন্ন বিজ্ঞানকেন্দ্র বা ভোকেশনাল ইনস্টিটিউটে গিয়ে সেখানে পর্যবেক্ষণ করবে। এর জন্যও তারা ৫-৭ দিন সময় পাবে। এক্ষেত্রে বিজ্ঞানকেন্দ্র বা ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের দূরত্ব স্কুল থেকে তিন কিলোমিটারের মধ্যে হতে হবে। নবম-দশম শ্রেণির পড়ুয়াদেরও একইভাবে ৫-৭ দিন নিকটবর্তী কোনও ব্যাঙ্ক, হাসপাতাল, কলেজ, লাইব্রেরিতে গিয়ে সেখানে পর্যবেক্ষণ করতে হবে এবং তার ভিত্তিতে অ্য়াসাইমেন্ট জমা দিতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যও এই ধরনের একাধিক সুযোগ দেওয়া হচ্ছে।

Next Article