CBI: কুন্তলের ‘কারসাজিতে’ ঘুম ছুটেছে CBI কর্তাদের, পর্ষদের নকল ওয়েবসাইট জানতে ইমেল গুগলকে

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Apr 07, 2023 | 1:38 PM

Kuntal ghosh: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

CBI: কুন্তলের ‘কারসাজিতে’ ঘুম ছুটেছে CBI কর্তাদের, পর্ষদের নকল ওয়েবসাইট জানতে ইমেল গুগলকে
কুন্তল ঘোষ।

Follow Us

কলকাতা: ফের খবরের শিরোনামে কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। সূত্রের খবর, ফের কুন্তল ঘোষের ভুয়ো ওয়েবসাইটের খোঁজ মিলেছে। সিবিআই (CBI) সেই ওয়েবসাইটের খোঁজ পেয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, অযোগ্যদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেখানোর জন্য একটি নয়, দু’টি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেন কুন্তল ঘোষ। সূত্রের খবর, সেই ওয়েবসাইটের ডোমেন কার নামে, কে তৈরি করেছিলেন সেটি, জানতে চেয়ে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই। ইমেল মারফত এ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। সূত্রের খবর, এই ওয়েবসাইটকে কাজে লাগিয়ে নম্বর বাড়িয়ে দেখানো হতো। শুধু তাই নয় এর আগে ইডি সূত্রেও জানা গিয়েছিল, এই ভুয়ো ওয়েবসাইটকে কাজে লাগিয়ে কুন্তল চাকরিপ্রার্থীদের বোঝাতেন, তাঁরা কৃতকার্য পরীক্ষায়। এরপর ফেলা হত ‘রেট চার্ট’। কত টাকা দিলে চাকরি পাকা, তা জানানো হতো বলে সূত্রের খবর।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সরাসরি টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে কুন্তল ঘোষের নামে। এই নিয়োগকাণ্ডে তাঁকে ‘মিডলম্যান’ হিসাবে মনে করছেন তদন্তকারীরা। কুন্তল চাকরি বিক্রির টাকা সাদা করতে এনজিও, সিনেমা প্রযোজনায় ব্যবহার করতেন, এমনটাও উঠে এসেছে গোয়েন্দাদের তদন্তে।

সূত্রের খবর, ওয়েবসাইট তৈরির লক্ষ্য ছিল কুন্তল যাঁদের কাছ থেকে চাকরির স্তোক দিয়ে টাকা নিয়েছিল, তাদের জন্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মতো দেখতে হুবহু সেই ওয়েবসাইট। তদন্তকারীদের কথায়, দেখে কারও সন্দেহের কোনও অবকাশই নেই। যাঁরা টাকা দিয়ছিলেন, তাঁরা জানতে চাইতেন ‘পর্ষদের’ ওয়েবসাইটে তাঁদের নাম উঠল কি না বা নম্বর বাড়ল কি না। সেই সময় এই ওয়েবসাইটগুলি দেখানো হতো। প্রথমে তদন্তকারীরা একটি ওয়েবসাইটের তথ্য জানতে পারে। পরে আরও একটি ওয়েবসাইটের তথ্য পেলেন তদন্তকারীরা। যেহেতু সার্চ ইঞ্জিন গুগলের মাধ্যমে এই ওয়েবসাইট দেখা যেত, এবার তদন্তে গুগলের সাহায্য নিতে চলেছে সিবিআই। ডোমেন কার নামে, কেনা নাকি তা ভাড়ায় নেওয়া বিস্তারিত জানতে চায় সিবিআই।

Next Article