মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক হবেই, কিন্তু কবে? জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য

ঋদ্ধীশ দত্ত |

May 20, 2021 | 4:08 PM

সেফ হোমের পাশাপাশি কীভাবে মিড ডে মিল পাওয়া যায় তা পুর্ননবিকরণ করে প্রক্রিয়া নিশ্চিত করা হবে। আশ্বাস ব্রাত্য বসুর।

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক হবেই, কিন্তু কবে? জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য
ফাইল ছবি

Follow Us

কলকাতা: শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন ব্রাত্য বসু। এ দিন বিকাশ ভবনে গিয়ে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানান, আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরীক্ষা যে বাতিল হচ্ছে না সেটাও এ দিন নিশ্চিত জানিয়ে দিয়েছেন তিনি। ব্রাত্যর কথায়, “পরীক্ষা হবেই। তবে সংক্রমণ কমলেই তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।”

সম্প্রতি সমস্ত সরকারি এবং বেশ কিছু বেসরকারি স্কুলকে কোভিড চিকিৎসার জন্য সেফ হোম হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও এতে পড়ুয়াদের জন্য মিড ডে মিল পরিষেবায় কোনও ভাবেই বাধাপ্রাপ্ত হবে না বলে তিনি জানিয়েছেন। পড়ুয়ারা যে পরিমাণ মিড ডে মিল পেত। সেই পরিমাণ মিলই পাওয়া যাবে। সেফ হোমের পাশাপাশি কীভাবে মিড ডে মিল পাওয়া যায় তা পুর্ননবিকরণ করে প্রক্রিয়া নিশ্চিত করা হবে। আশ্বাস ব্রাত্য বসুর।

আরও পড়ুন: ‘ঝুঁকি নিয়ে কাজ করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা’, ভ্যাকসিন চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

তবে পরীক্ষা যে খুব শীঘ্রই নেওয়া যাবে এ বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি। ব্রাত্য বসু এ দিন বলেছেন, “মুখ্যমন্ত্রী কতগুলো আপতকালীন ব্যবস্থা নিয়েছেন। এবং সংক্রমণের হার কমছে। আমরা আশা করতে পারি সংক্রমণের হার আরও কমবে। আশাবাদী হওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কোনও বিকল্প নেই। আশাবাদী হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে।”

আরও পড়ুন: ‘এক সেকেন্ডের জন্য কথা বলতে দেওয়া হল না, এত অবহেলা!’ মোদীর বৈঠকে ক্ষুব্ধ মমতা

Next Article