কলকাতা: বিজেপি (BJP) নেতার উপর হামলার অভিযোগ। সপ্তম দফার ভোটের রাতে উত্তপ্ত হল উল্টোডাঙা বাসন্তী কলোনি। অভিযোগ, এদিন রাতে বিজেপির উত্তর কলকাতা সহ সভাপতির গাড়িতে হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। গাড়ি ভাঙচুরের পাশাপাশি ছিনিয়ে নেয় বিজেপি নেতার গলায় থাকা সোনার চেন। উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।
সূত্রের খবর, সোমবার রাতে বাসন্তী কলোনিতে দলেরই এক কর্মীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির উত্তর কলকাতার সহ সভাপতি ভাগীরথী মাল্লা। অভিযোগ, সেই সময়ই ভাগীরথীর গাড়ির উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। আক্রান্তের অভিযোগ, তৃণমূলের লোকজনই তাঁর উপর হামলা চালায়। তাঁর গাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা। একইসঙ্গে তাঁর গলায় ছিল লক্ষাধিক টাকার সোনার চেন।
অভিযোগ, ভাঙচুর-হামলার পর ওই সোনার চেন ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হন বিজেপি নেতা ভাগীরথী-সহ তাঁর সঙ্গে থাকা বেশ কয়েকজন। ইতিমধ্যেই উল্টোডাঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: দেশে ভ্যাকসিন আসার জন্যই বাড়ল সংক্রমণ, দাবি বিজ্ঞানীদের
ভোটের আবহে বারবার উত্তপ্ত হয়েছে খাস কলকাতা। প্রায় রোজই বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠছে। বিজেপির দাবি, জেলার পাশাপাশি কলকাতাতেই মাটি নড়ে গিয়েছে শাসকদলের। গেরুয়া শিবিরের নেতারা বলছেন, সেই ভয় থেকে বারবার বিজেপির নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হচ্ছে। জেলাগুলিতেও বিজেপি কর্মীরা বারবার আক্রান্ত হচ্ছে। তবে প্রথম থেকেই তৃণমূল দাবি করে এসেছে, এ ধরনের হামলার সঙ্গে তাদের দলের কোনও সম্পর্কই নেই। পাল্টা তাদের তত্ত্ব, বিজেপি এখন বেনোজলে ভরেছে। অন্য দল থেকে লোক গিয়ে বহরে বাড়াচ্ছে বিজেপি। আর এতে যথাযথ গুরুত্ব পাচ্ছেন না দলের পুরনো কর্মীরা। এর ফলে বাড়ছে অসন্তোষ। বারবার আক্রান্ত হতে হচ্ছে দলীয় নেতাদের।