Liquor: সিল করা মদের বোতল আসল না নকল? চিনিয়ে দেবে ‘কথা বলা পেন’

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 26, 2023 | 6:05 PM

Excise Department: রাজ্যের সব লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানকে এই 'কথা বলা পেন' দ্রুত কিনে ফেলতে বলা হয়েছে। এই মর্মে রাজ্য আবগারি দফতরের থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সরস্বতী প্রেস থেকে এই বিশেষ ধরনের পেন কিনতে পারবেন মদ বিক্রেতারা।

Liquor: সিল করা মদের বোতল আসল না নকল? চিনিয়ে দেবে কথা বলা পেন
মদ আসল না নকল? চিনিয়ে দেবে এই পেন (প্রতীকী ছবি)
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: রাজ্যে সুরাপ্রেমীদের জন্য এবার আরও ভাল বন্দোবস্ত করে দিচ্ছে রাজ্য সরকার। আপনি দোকান থেকে যে মদ কিনছেন, সেটি আসল মদ তো? এবার তা যাচাই করা জন্য মদের দোকানে থাকবে ‘কথা বলা পেন’। রাজ্যের সব লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানকে এই ‘কথা বলা পেন’ দ্রুত কিনে ফেলতে বলা হয়েছে। এই মর্মে রাজ্য আবগারি দফতরের থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সরস্বতী প্রেস থেকে এই বিশেষ ধরনের পেন কিনতে পারবেন মদ বিক্রেতারা। তার জন্য অগ্রিম টাকা জমা করতে হবে। এক একটি ‘কথা বলা পেনের’ দাম তিন হাজার টাকা।

কী এই ‘কথা বলা পেন’? সরকারি বিজ্ঞপ্তিতে এটিকে বলা হচ্ছে ‘টকিং পেন’। যা হল আসলে এক ধরনের ডিজিটাল ডিভাইস। দেখতে অনেকটা পেনের মতো আকারের। সিল করা মদের বোতলের মধ্যে একটি হলোগ্রাম স্টিকার সাঁটানো থাকে। সেই হলোগ্রাম আসল না নকল, তা যাচাই করে দেবে এই কথা বলা পেন। পেনের মতো দেখতে এই ডিজিটাল ডিভাইসটি হলোগ্রামের কাছে নিয়ে গেলেই এটি বুঝিয়ে দেবে, ওই হলোগ্রামটি আসল কি না। রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত এই কথা বলা পেন কেনার ব্যবস্থা করার জন্য। ফলে, এবার থেকে দোকান থেকে কেনা সিল করা মদের বোতল আসল কি নকল, তা নিয়ে সুরাপ্রেমীদের আর কোনও দুশ্চিন্তা থাকবে না।

উল্লেখ্য, নকল সুরা যাতে কোনওভাবেই রাজ্যের কোনও মদের দোকান থেকে বিক্রি না হয়, তা নিশ্চিত করতে চাইছে রাজ্যের আবগারি দফতর। সেই কারণেই মদের দোকানগুলিতে এই ‘কথা বলা পেন’ রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Next Article