SSC: ২৬ হাজারের চাকরি বাতিল মামলা, SSC-র পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্যও

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 13, 2025 | 3:34 PM

SSC: এ দিকে, মামলাকারীদের আইনজীবীদের দাবি, এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া। কিন্তু এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে, সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি। সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে

SSC: ২৬ হাজারের চাকরি বাতিল মামলা, SSC-র পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্যও
সুপ্রিম কোর্ট

Follow Us

কলকাতা: ২৬ হাজারের চাকরি বাতিল মামলার শুনানি শেষের পরও তৎপরতা চরমে। এবার সুপ্রিমে কোর্টে যাচ্ছে রাজ্যও। বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি (SSC)। তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। সেই যুক্তি সাজিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য।

এ দিকে, মামলাকারীদের আইনজীবীদের দাবি, এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া। কিন্তু এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে, সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি। সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি রাজ্যও নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে।

উল্লেখ্য, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে, ২৬ হাজার চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায়। প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে, এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে। নথি জমা দেওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন?কিন্তু তার মধ্যেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Next Article