Abhishek Banerjee: ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পেতে গেলে পকেট থেকে কত বেরোচ্ছে, হিসাব কষে বললেন অভিষেক

Feb 13, 2025 | 3:22 PM

Abhishek Banerjee: সেবাশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। বাজেট প্রসঙ্গ উঠতেই তিনি স্পষ্ট করে দেন, আগে তিনি বাজেট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি আগে সম্পূর্ণ বাজেট মন দিয়ে পড়েছেন, তারপরই খুঁটিয়ে দেখে তার পর্যালোচনা করেছেন।

Abhishek Banerjee: ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পেতে গেলে পকেট থেকে কত বেরোচ্ছে, হিসাব কষে বললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নতুন বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বার্ষিক ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে প্রযোজ্য হবে এই নিয়ম। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করতেই অনেকেরই মুখে হাসি ফুটেছে। কিন্তু এটা যে সম্পূর্ণ ভাঁওতা, তা বলছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, আয়করে ছাড় দেওয়া হয়েছে বটে, উল্টে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে ৯৮ হাজার টাকা! কীভাবে তারও ব্যাখ্যা দেন অভিষেক।

সেবাশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। বাজেট প্রসঙ্গ উঠতেই তিনি স্পষ্ট করে দেন, আগে তিনি বাজেট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি আগে সম্পূর্ণ বাজেট মন দিয়ে পড়েছেন, তারপরই খুঁটিয়ে দেখে তার পর্যালোচনা করেছেন।

অভিষেক বলেন, “কেন্দ্র সরকারের বাজেট ভাঁওতা ছাড়া কিছু নয়। বলছে, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে, বছরে কোনও ইনকাম ট্যাক্স লাগবে না। বছরে ১২ লক্ষ টাকা আয় মানে, মাসে তাঁর বেতন ১ লক্ষ টাকা।” এবার তাঁর পকেট থেকেই কীভাবে ৯৮ হাজার টাকা বেরোচ্ছে, সেটা বোঝাতে গিয়ে বলেন, “যে মাসে ১ লক্ষ টাকা আয় করে, তাঁকে তো জিনিসপত্র কিনতে হয়, তাঁকে চা খেতে দুধ-চিনি-চা পাতা সবই কিনতে হয়। জল ছাড়া সবেতেই জিএসটি। তাঁকে জিএসটি বাবদে ৯৮ হাজার টাকা দিতে হচ্ছে। এরপরও টোল ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স রয়েছে, সার্চ চার্জ রয়েছে। মুদ্রাস্ফিতি যেভাবে বাড়ছে, বছরে ৬ শতাংশ করে বাড়লে, তিন বছরে ১৮ শতাংশ।” তিনি এই বিষয়টির ডেটা সোর্স লোকসভার স্পিকারের কাছে জমা দিয়েছেন বলেও জানান।

গত বছরের বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ বাড়িয়ে ৭৫ হাজার করেছে কেন্দ্র আগে এটি ছিল ৫০ হাজার টাকা। এ বারের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশানের নিয়ম অপরিবর্তিত রাখা হয়েছে।