কলকাতা: শহরে এবার পুজোয় ঘোরাফেরার জন্য বিশেষ এসি ট্রামের ব্যবস্থা করছে রাজ্যের পরিবহণ দফতর। ট্রামে করে দেখতে পারবেন পুজো। তার জন্য থাকছে বিশেষ প্যাকেজ। এবারই প্রথম পরিবহণ দফতরের তরফে ট্রামের ব্যবস্থা করা হচ্ছে। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার পুজোকে জুড়বে ট্রাম। শ্যামবাজার থেকে ট্রামটি শুরু করবে যাত্রা শেষ করবে বালিগঞ্জ ডিপোতে। যাঁরা ঠাকুর দেখবেন, তাঁরা নিজেদের প্যাকেজে অন্তর্ভুক্ত করবেন এবং ট্রামে করে ঠাকুর দেখতে পারবেন। শুক্রবার নিজের দপ্তরের ময়দান তাঁবুতে বসে পুজো পরিক্রমা সংক্রান্ত সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
পরিবহণ মন্ত্রী বলেন, জন প্রতি ৬০০ টাকা করে ব্যয় করতে হবে এই ট্রামে করে মণ্ডপ দর্শনের জন্য। শ্যামবাজার থেকে ট্রামটি ছাড়বে এসপ্ল্যানেড, কালীঘাট, গড়িয়াহাট হয়ে বালিগঞ্জ ডিপোতে ঢুকবে। ট্রামে দেওয়া হবে বিশেষ স্ন্যাকস, চা/ কফি-সহ অন্যান্য খাবার। সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিন চলবে এই ট্রামটি। মাঝপথ থেকে কেউ উঠতে পারবেন না। যাঁরা নিজেদের প্যাকেজে অন্তর্ভুক্ত করবেন, তাঁরাই শুধুমাত্র উঠতে এবং নামতে পারবেন। সকাল দশটায় এই ট্রাম যাত্রা শুরু হবে। শহরের গুরুত্বপূর্ণ মণ্ডপগুলি পরিদর্শন করানো হবে।”
পাশাপাশি ভিড়ের ঠেলা সামলাতে পুজোর সময় যে রাতভর বাস চলবে তাও জানিয়ে দেন তিনি। বলেন, “মহালয়া থেকে যেহেতু মানুষজন মণ্ডপ দর্শনে নেমে পড়েন রাস্তায়, তাই শহরের বুকে রাত্রিকালীন সরকারি বাস পরিষেবাও চালু করে দেওয়া হবে। মূলত শহরের যে কোন বড় রেল জংশনগুলি সংযোগ করবে এই বাসগুলি। রাতভর ঠাকুর দেখে ওই বাসে উঠে যেকোনও বড় রেল স্টেশনে নেমে যেতে পারবেন সাধারণ মানুষ। এছাড়াও সাধারণ মানুষ যাতে বড় বড় মার্কেটগুলিতে পুজোর শপিং করতে যেতে পারেন, তার জন্য হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা স্টেশন, সাঁতরাগাছি স্টেশন থেকে বাস ছাড়া হবে।”
গতবারের তুলনায় এ বছর পুজোর সময় বাস সংখ্যা আরও বাড়ানো হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান পরিবহণ মন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠক থেকে মন্ত্রী আশ্বস্ত করেন, বেসরকারি বাস শহরে কম থাকলেও সরকারি বাস পুজোর সময় প্রচুর পরিমাণে থাকবে। তাই চিন্তা করার কিছু নেই। ট্রামটিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। সেই কারণে এবারই প্রথম ট্রামে করে ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।
থাকছে বিলাসবহুল বাস
এছাড়াও বিলাসবহুল বাসে করে কলকাতার বিখ্যাত পুজোগুলি দর্শনের ব্যবস্থা রেখেছে পরিবহণ দফতর। বাসগুলি সপ্তমী এবং নবমীর দিন ছাড়বে। বারাসাত থেকে যে বাসটি ছাড়বে সেটি ভাড়া ধার্য করা হয়েছে জনপ্রতি ১৯০০ টাকা এবং এসপ্ল্যানেড থেকে যে বাসটি ছাড়বে তার ভাড়া ধার্য হয়েছে জনপ্রতি ১৮০০ টাকা। সকাল নটা নাগাদ বাসটি ছাড়বে। থাকছে বাস যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা।
একইসঙ্গে, বনেদি বাড়ি গুলির পুজো দর্শনে থাকছে এসি ভলভো বাস। সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন এই বাস ছাড়বে। শহরের একাধিক বিখ্যাত বনেদি বাড়ির পুজো এই তালিকায় রয়েছে। জনপ্রতি ব্যয় হবে ১৯০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য ব্যয় করতে হবে জনপ্রতি ১৩০০ টাকা। এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে সকাল সাড়ে আটটায় বাস ছাড়বে। থাকছে সকালের খাবার থেকে সন্ধ্যার খাবার পর্যন্ত বিশেষ খাবার এবং চা-কফির ব্যবস্থা। এগুলি ছাড়াও ভেসেলে করে জলপথে মণ্ডপ দর্শনের ব্যবস্থা রাখছে রাজ্যের পরিবহণ দফতর। উত্তর কলকাতার নামকরা দুর্গা পুজোগুলি জলপথে দেখানোর ব্যবস্থা করা হবে। জনপ্রতি সাড়ে ৭৫০ টাকা করে ব্যয় করতে হবে এই প্যাকেজে অন্তর্ভুক্ত হতে গেলে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ভেসেলে করে মণ্ডপ পরিদর্শনের ব্যবস্থা রাখা হচ্ছে। মিলিনিয়াম পার্ক থেকে সকাল ১১ টায় এই ভেসেল ছাড়বে। এছাড়াও কলকাতার বাইরে শহরতলির বিভিন্ন পুজো এসি ভলভো বাসে দেখানোর ব্যবস্থা থাকছে। থাকছে কামারপুকুর- জয়রামবাটিতে পুজো দর্শনের জন্য বাসের ব্যবস্থা। রাখা হচ্ছে বসিরহাটের দুটি রাজবাড়িতে প্রতিমা দর্শনের ব্যবস্থা।